1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট কে?

২৪ এপ্রিল ২০২২

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলছে৷ এমানুয়েল মাক্রোঁই ক্ষমতায় থাকছেন, নাকি চরম দক্ষিণপন্থি শিবিরের মারিন ল্য পেন হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট জানা যাবে আজই৷ 

https://p.dw.com/p/4ALsQ
Frankreich | Erste Runde der Präsidentschaftswahlen 2022 | Marine Le Pen und Emmanuel Macron
ছবি: JB Autissier/PanoramiC/IMAGO

ভোট চলবে স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত৷ তার পর থেকেই বুথফেরত জরিপ আসতে শুরু করবে।

১২ জন প্রার্থী প্রথম দফা নির্বাচনে অংশ নিয়েছিলেন৷ ওই দফায় মাক্রোঁ পেয়েছিলেন ২৭.৮৫ শতাংশ ভোট, ল্য পেন পেয়েছিলেন ২৩.১৫ শতাংশ ভোট৷ বামপন্থি জঁ লুক মেলাশঁ পেয়েছিলেন ২১.৯৫ শতাংশ ভোট৷

Frankreich Präsidentschaftswahl l Stimmabgabe in Le Touquet
বার মোট ভোটার ৪ কোটি ৮৭ লাখছবি: Ludovic Marin/AFP/Getty Images

সবশেষ জরিপ বলছে, মাক্রোঁ ৫৩ থেকে ৫৬ শতাংশ ভোট পাবেন, অন্যদিকে, ল্য পেন ৪৪ থেকে ৪৭ শতাংশ ভোট পেতে পারেন৷ অথচ ২০১৭ সালে মাক্রোঁ ৬৬ শতাংশ এবং ল্য পেন মাত্র ৩৪ শতাংশ ভোট পেয়েছিলেন৷ সমীক্ষায় মাক্রোঁ এগিয়ে থাকলেও অল্প ব্যবধানের কারণে অনিশ্চয়তা থেকে যাচ্ছে৷

১০ এপ্রিল প্রথম দফা ভোটে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফা ভোট৷ ২০০২ সালের পর, অর্থ্যাৎ জ্যাক শিরাকের পর ফ্রান্সের কোন প্রেসিডেন্ট টানা দুইবার ক্ষমতায় থাকেননি৷ ফ্রান্সে এবার মোট ভোটার ৪ কোটি ৮৭ লাখ৷

Frankreich Präsidentschaftswahl l Wahlkampf, Präsident Macron in Figeac
প্রথম দফায় মাক্রোঁ পেয়েছিলেন ২৭.৮৫ শতাংশ ভোটছবি: Ludovic Marin/AFP via Getty Images

বামপন্থি নেতা জঁ লুক মেলাশঁ, যিনি প্রথম দফায় তৃতীয় অবস্থানে ছিলেন, তিনি মাক্রোঁকে সমর্থন দিতে রাজি হননি, তবে ভোটারদের আহ্বান জানিয়েছেন যাতে তারা ল্য পেনকে ভোট না দেন৷ ফলে তার যে লাখো কোটি সমর্থক আছে, তারা কাকে ভোট দিবে সেটা এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টর বলে মনে করছেন বিশ্লেষকরা৷

সবশেষ গত বুধবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি হন প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং তার প্রতিদ্বন্দ্বী চরম দক্ষিণপন্থি শিবিরের মারিন ল্য পেন৷ প্রায় আড়াই ঘণ্টার এই বিতর্কে দুই প্রার্থী ইউরোপের ভবিষ্যৎ সম্পর্কে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন৷

Frankreich Präsidentschaftswahl l Wahlkampf, Präsidentschaftskandidatin Marine Le Pen in Etaples
ল্য পেন ৪৪ থেকে ৪৭ শতাংশ ভোট পেতে পারেনছবি: Olivier Corsan/dpa/MAXPPP/picture alliance

বিতর্কে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানান পেন৷ মাক্রোঁ এর বিরোধিতা করেন৷ যদিও পেনের টিম নির্বাচনের ঠিক একদিন আগে জানিয়েছে, এ বিষয়টি তাদের কাছে মুখ্য না৷

ইউরোপপন্থি বলে পরিচিত মাক্রোঁ ইউরোপীয় ইউনিয়নকে আরও শক্তিশালী করে তুলে জোরালো ঐক্যের মাধ্যমে ফ্রান্সের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান৷  ল্য পেন প্রতিষ্ঠান হিসেবে ইইউ-কে আরও দুর্বল করে জাতীয় স্তরে ফ্রান্সের ক্ষমতা আরও বাড়ানোর স্বপ্ন দেখছেন৷ অভিবাসন ও আইনশৃঙ্খলার মতো ক্ষেত্রেও সরকারের ব্যর্থতার দাবি করেন তিনি৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও আন্তর্জাতিক স্তরে দুশ্চিন্তার কারণ৷

এপিবি/এডিকে (এপি, এএফপি, রয়টার্স)