1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সেও নিষিদ্ধ হলো মুরগির পুরুষ বাচ্চা হত্যা

১৯ জুলাই ২০২১

মুরগির পুরুষ বাচ্চা লাভজনক নয় বলে বিভিন্ন দেশে সেগুলোকে গণহারে হত্যা করা হয়৷ জার্মানির পর ফ্রান্সও এবার তা নিষিদ্ধ করল৷ আগামী বছর থেকে সেখানেও মোরগছানা হত্যা নিষিদ্ধ৷

https://p.dw.com/p/3wgvO
Küken Symbolbild
ছবি: Zoonar/picture alliance

মুরগি চাষের এই প্রক্রিয়াকে আগে থেকেই ‘অনৈতিক এবং অমানবিক' বলে আসছে ফ্রান্সের প্রাণী কল্যাণসংস্থাগুলো৷ মোরগছানা হত্যা বন্ধে এবার তাই সে দেশেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনরমান্ডি৷

ফ্রান্সে প্রতিবছর পাঁচ কোটির মতো মুরগীর পুরুষ ছানা হত্যা করা হয়৷

জার্মানিতে গণহারে মুরগির পুরুষ বাচ্চা হত্যা নিষিদ্ধ আইন আগামী বছরের শুরু থেকেই কার্যকর হবে৷ জার্মানির পর ফ্রান্সই প্রথম দেশ হিসেবে জন্মের পরই পুরুষ মোরগছানা হত্যা নিষিদ্ধ করতে যাচ্ছে৷

এনএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য