1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে নিষিদ্ধ বুর্কিনি, বিক্ষুব্ধ মুসলিম নারীরা

২৫ জুন ২০১৯

গোটা ইউরোপ জুড়ে, চোখ রাঙাচ্ছে গ্রীষ্মের সূর্য৷ এর মধ্যে সুইমিংপুলে মুসলিম নারীদের বিশেষায়িত পোশাক-বুর্কিনি নিষিদ্ধের ঘটনায়, ফ্রান্সে সেই উত্তাপ আরো বাড়তে শুরু করেছে৷

https://p.dw.com/p/3L2v2
Burkini
ছবি: picture-alliance/dpa

সপ্তাহান্তে, দেশটির গ্রেনোবেলে বুর্কিনি পড়ে প্রকাশ্যে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মুসলিম নারীরা৷ জিন ব্রোন সুইমিংপুলের নিষেধ অমান্য করে সাঁতার কেটেছেন বুর্কিনি পড়া নারীরা৷ অন্যদিকে, সমাজকর্মী ম্যারি লি পেন বলেছেন, সারা শরীর ঢাকা সাঁতার পোশাকের ‘কোনো জায়গা ফ্রান্সে হবে না'৷

মুসলিম নারীদের জন্য বিশেষায়িত সাঁতার পোশাক -বুর্কিনি৷ মুখ, হাত আর পায়ের তালু ছাড়া সারা শরীর ঢাকা থাকে এই পোশাকে৷

বিক্ষোভে নামা দুই মুসলিম নারী বিবিসিকে জানান, ‘গ্রেনবোলের তীব্র গরমে আর সবার মতো সুইমিংপুলে নেমে আমাদেরও মজা করতে ইচ্ছে করে৷ বাচ্চাদের সঙ্গ দেয়ার পাশাপাশি তাদের সাঁতার শেখানোর স্বপ্নটা আমাদেরও আছে৷' এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় জানান দুই নারী৷

প্রতিবাদ কর্মসূচির কড়া সমালোচনা করেছেন সমাজকর্মী ম্যারিন লি পেন৷ এমনকি, বিক্ষোভ দমনে প্রশাসনকে হস্তক্ষেপ করারও আহ্বান জানান পেন৷ সোমবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ম্যারিন লিখেন, ‘‘ফ্রান্সে বুর্কিনির কোনো জায়গা নেই''-এ কথা পরিস্কার করে জানানোর এটাই সবচেয়ে ভালো সময়৷

বুর্কিনির বিপক্ষে অবস্থান নিয়েছেন প্যারিস অঞ্চলের প্রধান ভ্যালেরি প্রিক্রেস৷ রেডিও ক্লাসিককে তিনি জানান, ‘‘এই পোশাক মেনে নেয়া হলে, কয়েক বছরের মধ্যে দেখা যাবে, গরীব প্রতিবেশি দেশের সব তরুণিরা নিজস্ব রীতিতে সারা শরীর ঢেকে গোসলে নামবে৷''

মুসলিম নারীদের অধিকার রক্ষায় ‘অপরাশেন বুর্কিনি' শিরোনামে প্রতিবাদে মাঠে নেমেছে গ্রেনোবলের সিটিজেন অ্যালায়েন্স৷ ফেসবুকের মাধ্যমে সংগঠনটি জানিয়েছে, ৬০০ মুসলিম নারীর পিটিশিন সইয়ের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হয়৷ গ্রেনোবেলের মেয়রের কাছেও এই নিয়ম পরিবর্তনের দাবি জানাবে তারা৷

প্রসঙ্গত, সবার জন্য উন্মুক্ত সুইমিং পুলে নামতে হলে, নারীদের বিকিনি অথবা ওয়ান-পিস পোশাক পড়ার বিধান করেছে কর্তৃপক্ষ৷

জন সিল্ক/টিএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য