1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দেশ স্কুল’

৩০ জুন ২০১২

জার্মানিতে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী এবং বাংলা ভাষা শিখতে আগ্রহী জার্মানদের জন্য ফ্রাঙ্কফুর্টে কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশ স্কুল৷ তবে শুধু ভাষা শিক্ষাই নয়, একইসাথে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডও বাস্তবায়ন করছে তারা৷

https://p.dw.com/p/15NdH
ছবি: DW/Hai

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে গঠিত বাংলা ভাষা শিক্ষার প্রতিষ্ঠান দেশ স্কুলের পথচলা সম্পর্কে এর অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্ণধার মিঠু কবীর বলেন, ‘‘আমরা মূলত প্রথমে সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে দেশ সাংস্কৃতিক গোষ্ঠী গড়ে তুলি৷ এরপর ২০১০ সালের ১৪ই নভেম্বর এখানে বাংলা ভাষা শিক্ষার প্রতিষ্ঠান দেশ স্কুল চালু করি৷ এখানে প্রায় ৪০ জন শিক্ষার্থী রয়েছে৷ শিক্ষক রয়েছে দুই জন এবং শিক্ষা দানে সহায়তা করেন আরো দুই জন অভিভাবক৷ এখানে শিক্ষার্থীরা মূলত বাংলা বর্ণমালা থেকে শুরু করে বাংলা ভাষা লিখতে ও পড়তে পারার দক্ষতা অর্জন করে৷ এছাড়া তারা এখানে বাংলা গান, কবিতা, নাচ, অভিনয় - এসবকিছুও শেখে৷ আমরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও উপলক্ষ্যকে ঘিরে যেসব সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি সেগুলোতেও এখানকার শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷''

Titel 2 : Musikerin Fahmida Nobi mit Kindern von Desh Schule, Bengali Sprachschule in Frankfurt, Deutschland Bildunterschrift:  Musikerin Fahmida Nobi mit Kindern von Desh Schule, Bengali Sprachschule in Frankfurt, Deutschland Text:   Musikerin Fahmida Nobi mit Kindern von Desh Schule, Bengali Sprachschule in Frankfurt, Deutschland Datum: 28.04..2012 Eigentumsrecht: A H M Abdul Hai, Freelance Editor, Bengali Redaktion, Deutsche Welle Stichwort: , Musikerin, Fahmida, Nobi, Kinder, Desh, Schule, Bengali, Sprachschule, Frankfurt, Deutschland, Bangla, Bangladesh,
দেশ স্কুলের শিক্ষার্থীদের একাংশছবি: DW/Hai

দেশ স্কুলের শিক্ষার ধারা ও পর্যায় সম্পর্কে তিনি জানান, ‘‘সপ্তাহে একদিন রবিবার তিনটি পৃথক ব্যাচে শিক্ষার্থীরা এখানে ভাষা শেখে৷ সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ভাষা কার্যক্রম চলে৷ এদের মধ্যে একটি ব্যাচে রয়েছে এমন জার্মান নাগরিক, যারা হয়তো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় বা দপ্তরে কাজ করেন এবং যারা বাংলাদেশে তাদের পেশাগত কাজের জন্য যাতায়াত করেন৷ এছাড়া আরেকটি ব্যাচে রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এমন তরুণ-তরুণীরা৷ দেখা গেছে, তাদের পিতা-মাতা উভয়ই কিংবা কোনো একজন হয়তো বাংলাদেশি৷ কিন্তু জার্মানিতে বড় হওয়ার কারণে বাংলা ভাষায় তাদের যথেষ্ট দক্ষতা নেই৷ তাই তারা এখানে বাংলা ভাষা শিখছে৷ আর একটি ব্যাচ রয়েছে একেবারে ছোট্ট শিশুদের জন্য৷''

Titel 2 : Berühmte Bangladeschiche Sängerin und Schauspielerin Fahmida Nobi, Schauspieler Afzal Hossain und Redakteur Golam Mourtoza in Frankfurt Bildunterschrift:  Berühmte Bangladeschiche Sängerin und Schauspielerin Fahmida Nobi, Schauspieler Afzal Hossain und Redakteur Golam Mourtoza in Frankfurt Text:   Berühmte Bangladeschiche Sängerin und Schauspielerin Fahmida Nobi, Schauspieler Afzal Hossain und Redakteur Golam Mourtoza in Frankfurt Datum: 22.04.2012 Eigentumsrecht: Mamun, Frankfurt, Germany Bild: mamun Datum: 22.04.2012 zugeliefert von A H M Abdul Hai Eigentumsrecht: Mamun, Frankfurt, Germany
ফাহমিদা নবীর পাশে মিঠু কবীরছবি: Mamun

প্রতিষ্ঠার পর থেকেই জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে নিয়মিত বিভিন্ন দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবের আয়োজন করে আসছে দেশ সাংস্কৃতিক গোষ্ঠী৷ এছাড়া তারা ‘দেশ পত্রিকা' নামে একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করে আসছে৷ বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার এবং চর্চা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মিঠু কবীর৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য