1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে মেয়ে সেজে প্রতারণা করায় যুবক আটক

৩১ আগস্ট ২০২১

ফেসবুকে মেয়ে সেজে আড়াই বছর ধরে প্রেম ও অর্থ আত্মসাত করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ৷

https://p.dw.com/p/3zijh
প্রতীকী ছবিছবি: Fotolia/apops

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মো. সুমন খান নামের এক যুবককে বরগুনার বেতাগীর সীমান্তবর্তী বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি বাসস্ট্যান্ড থেকে আটক করে বেতাগী থানায় সোপর্দ করা হয়৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমনকে বরগুনা আদালতে পাঠানো হয়েছে৷

প্রতারণার শিকার টুটুল রায় বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত রাধিকা জীবন রায়ের ছেলে৷ টুটুলের বড় ভাই হরিচন্দ্র রায় বাদী হয়ে বেতাগী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন৷

ঢাকার লালবাগের মো. সুমন মিয়া ফেসবুকে জারা খান নামে ভুয়া আইডি খুলে প্রোফাইলে সুন্দরী মেয়ের ছবি ব্যবহার করে নিজেকে মডেল হিসেবে উল্লেখ করেন৷ এই আইডির মাধ্যমে টুটুল রায়ের সঙ্গে পরিচয়ের পর এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ নিজেকে বিত্তশালী বাবার মেয়ে বলে পরিচয় দেন জারা খানরূপী সুমন৷

মামলার অভিযোগে আরো বলা হয়, সুমন নানা অজুহাতে টুটুলের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেন৷ এক পর্যায়ে টুটুল ও জারা খান পরস্পরকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে সুমন নিজেকে জারা খানের ভাই পরিচয় দিয়ে গত রোববার ঢাকা থেকে বরগুনার বেতাগী আসেন৷

অভিযোগে বলা হয়, টুটুলকে সঙ্গে নিয়ে ঢাকা যাওয়ার পথে বেতাগীর সীমান্ত এলাকা বাকেরগঞ্জের নিয়ামতি বাসস্ট্যান্ড থেকে টুটুলের বন্ধুরা তাদের আটক করেন৷ তারা সুমনকে জিজ্ঞাসাবাদ করায় সুমন তার প্রতারণার কথা স্বীকার করেন৷ সুমন খানের ব্যাগ তল্লাশি করে বোরকা, মেয়েদের পোশাক, রূপ চর্চার বিভিন্ন উপকরণ, কৃত্রিম চুল ও নেশা জাতীয় বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায় বলেও মামলায় উল্লেখ করা হয়৷

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, সুমন খানের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে ছদ্মবেশ ধারণ করে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বরগুনায় আদালতে পাঠানো হয়েছে৷

সাংবাদিকদের সুমন খান বলেন, "আড়াই বছর টুটুলের সাথে মেয়ে কণ্ঠে কথা বলে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নিয়েছি৷ এ ধরনের প্রতারণায় সহযোগিতা করে গ্রুপের মেয়ে সদস্যরাও৷ আমাদের চক্রের কাজ হলো সোশাল মিডিয়া ব্যবহার করে তরুণ-তরুণীদের প্রতারণার ফাঁদে ফেলা৷''  

অন্যদিকে টুটুল রায় বলেন, "আমাকে প্রতারণার ফাঁদে ফেলে নিঃস্ব করা হয়েছে৷''

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান