1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের উত্তপ্ত আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত

১৭ নভেম্বর ২০২১

আর্মেনিয়ার দাবি, অন্তত ১৫ জন সেনার মৃত্যু হয়েছে আজারবাইজানের গুলিতে। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আসরে নেমেছে ক্রেমলিন।

https://p.dw.com/p/435Uf
আর্মেনিয়া
ছবি: Aschot Gazazyan/DW

এক বছর আগে নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সেনা এবং বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল ওই লড়াইয়ে। শেষপর্যন্ত রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হয়। আর্মেনিয়ার পছন্দ না হলেও দুই দেশ একটি সমাধানসূত্রে পৌঁছায়। মঙ্গলবার আর্মেনিয়া অভিযোগ করেছে, সীমান্তে নতুন করে গুলি ছুঁড়তে শুরু করেছে আজারবাইজান। তাদের গুলিতে অন্তত ১৫ জন আর্মেনিয়ার সেনার মৃত্যু হয়েছে। আজারবাইজান অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

আর্মেনিয়ার অভিযোগ শোনার পরেই ক্রেমলিন এবং ইউরোপীয় ইউনিয়ন আসরে নেমেছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানকেই যুদ্ধবিরতির শর্ত মেনে চলার অনুরোধ করা হয়েছে।

ইইউ-র প্রতিনিধি টুইট করে বলেছেন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। দুইজনই যুদ্ধবিরতি মেনে চলার আশ্বাস দিয়েছেন। ক্রেমলিনও জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রশাসন দুই দেশের সঙ্গে কথা বলেছে। নতুন করে যাতে লড়াই শুরু না হয়, তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

নাগর্নো-কারাবাখ নিয়ে যুদ্ধ থামলেও বিতর্ক থামেনি। এখনো দুই দেশের মধ্যে সংঘাত আছে। নাগর্নো-কারাবাখ থেকে বহু আর্মেনিয়ার মানুষকে বিতাড়িতও করা হয়েছে। সব মিলিয়ে বিতর্ক যথেষ্ট।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)