1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের আগুন দিল্লিতে

স্যমন্তক ঘোষ নতুন দিল্লি
২ জানুয়ারি ২০২০

এক মাসে চতুর্থবার আগুন লাগল দিল্লিতে৷ এবার ব্যাটারি কারখানায়৷ আগুনে আহত ১৩ জন দমকলকর্মী এবং একজন সাধারণ মানুষ৷ আগুন এখন নিয়ন্ত্রণে৷

https://p.dw.com/p/3Vb4U
ছবি: Surender Kumar

ফের আগুন দিল্লিতে৷ এ বার আগুনে ভেঙে পড়ল আস্ত একটা ব্যাটারি কারখানা৷ ঘটনায় আহত ১৪ জন৷ তার মধ্যে ১৩ জনই দমকল কর্মী৷ তবে কারও মৃত্যু হয়নি৷

Indien l Feuer in einer Batteriefabrik in Delhi
ছবি: Surender Kumar

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা নাগাদ আগুন লাগে দিল্লির পিরাগড়ির ওই কারখানায়৷ খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল৷ কারখানার ভিতরে ঢুকে কাজ শুরু করেন কর্মীরা৷ এরই মধ্যে আচমকা একটি বিস্ফোরণ হয়৷ তাতে ভেঙে পড়ে বাড়ির একটি অংশ৷ তিনজন দমকলকর্মী সেই ভগ্নস্তূপের নীচে আটকে পড়েন৷ দীর্ঘ চেষ্টার পর বেলা ১২টা নাগাদ আটকে পড়া ওই তিনজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়৷ দমকল কর্মীদের বক্তব্য, ব্যাটারির রাসায়নিকে আগুন লেগেই বিস্ফোরণ হয়েছিল৷

আগুন নিয়ে সকালেই টুইট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ জানিয়েছিলেন, উদ্ধার কাজে যাতে কোনও ত্রুটি না হয়, সে দিকে নজর রাখছে প্রশাসন৷

গত এক মাসে এই নিয়ে চার জায়গায় আগুন লাগল দিল্লিতে৷ মৃত্যু হয়েছে বহু মানুষের৷ প্রশ্ন উঠছে, কেন বার বার এ ভাবে আগুন লাগছে? প্রশাসনএ বিষয়ে কোনও উত্তর না দিলেও বিশেষজ্ঞদের বক্তব্য, অধিকাংশ কারখানাতেই আগুন নেভানোর ব্যবস্থা নেই৷ কারখানার লাইসেন্সও নেই৷ এদিন যে ব্যাটারি কারখানায় আগুন লেগেছিল, সেখানেও অগ্নিনির্বাপনের ব্যবস্থা নেই বলেই দমকল সূত্রে জানানো হয়েছে৷

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলে, দিল্লি ব্যুরো