1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের বাড়ি যাওয়া ঠেকালো ক্রোয়েশিয়া

১১ জুলাই ২০১৮

৫২ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড৷ সামনে অপেক্ষাকৃত কম ফেবারিট ক্রোয়েশিয়া৷ কিন্তু সে স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে ফাইনালে লুকা মদ্রিচের দল৷

https://p.dw.com/p/31Itu
WM 2018 - Kroatien - England
ছবি: picture-alliance/dpa/Zuma/London News/J. Goodman

সেই কবে ১৯৬৬ সালে তৎকালীন পশ্চিম জার্মানিকে হারিয়ে জুলে রিমে কাপ জয় করেছিল স্বাগতিক দেশ ইংল্যান্ড৷ ফুটবলের আবিষ্কারক দেশটি এরপর থেকেই যেন খেই হারিয়েছে৷

অর্ধ শতাব্দী পরে হ্যারি কেইনদের পায়ের ছন্দে সেই স্বপ্নে আবার বিভোর হয়েছিল থ্রি লায়ন্স৷ সমর্থকেরা তো বটেই, ব্রিটিশ সংবাদমাধ্যম এমনকি রাজপরিবারও পূর্ণ সমর্থন নিয়ে ছিল বিশ্বকাপের অপেক্ষায়৷

কিন্তু অন্তত আরো চার বছর ইংল্যান্ডের অপেক্ষা বাড়িয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ক্রোয়েশিয়া

অথচ শুরুটা দিয়েছিল অন্যরকমের ইঙ্গিত৷ খেলার একেবারে শুরুতে কিছু বুঝে ওঠার আগেই ৫ মিনিটের মাথায় গোল করে বসেন কিরান ট্রিপিয়ার৷

১২ বছর পর কোন ইংলিশ খেলোয়াড় বিশ্বকাপে ফ্রি কিক থেকে সরাসরি গোল পেলেন৷ এর আগে ২০০৬ সালে ইকুয়েডরের বিপক্ষে ফ্রি কিক থেকে ডেভিড ব্যাকহাম গোল করেছিলেন৷

২০ গজ দূর থেকে বাঁকানো শট ক্রোয়াট ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বার ঘেঁষে ঢুকে যায় জালে৷ গোলকিপার ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি সে বল৷

Fußball WM 2018 Kroatien vs England Fans
ছবি: Imago/Bildbyran/P. Arvidson

তবে সমতা ফেরাতে মরিয়া ক্রোয়েশিয়া একের পর এক আক্রমণে গেলেও ভাঙতে পারেনি ইংলিশ ডিফেন্সের দেয়াল৷ প্রথমার্ধ শেষ হয় এক গোলে পিছিয়ে থেকেই৷

দ্বিতীয়ার্ধে অপেক্ষার পালা বেশি দীর্ঘ হতে দেননি ইভান পেরিসিচ৷ ৬৮ মিনিটে ডিবক্সের ভেতরে ভারসালিকোর দারুণ হেডে গোলপোস্টের একেবারে কাছেই বল পেয়ে যান পেরিসিচ৷ এত দ্রুত বলে চলে যায় জালে, কিপারের কিছুই করার ছিল না৷

দ্বিতীয়ার্ধে আর সমতা ভাঙতে পারেনি কেউ৷ খেলা গড়ায় অতিরিক্ত সময়ে৷

এবার নেতৃত্ব নিয়ে নেয় ক্রোয়েশিয়া৷ আবারও পেরিসিচ, তবে এবার করলেন দুর্দান্ত এক অ্যাসিস্ট৷ ১০৯ মিনিটে ডিবক্সে বল হাওয়ায় ভাসিয়ে দেন পেরিসিচ৷ স্টোনসের মাথার ওপর দিয়ে পা তুলে মারিও মান্দজুকিচ বলে গতি ঘুরিয়ে দেন ইংলিশ জালের দিকে৷

গ্যালারিতে ‘ফুটবল বাড়ি আসছে’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজারো দর্শক ডুবলো অতিরিক্ত সময়ের কান্নায়৷ ১-২ গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরে ফুটবল ছাড়াই বাড়ি যেতে হলো ইংলিশ খেলোয়াড়দের৷

কার হাতে উঠছে ফুটবলের সবচেয়ে বড় সম্মান- বিশ্বকাপ? ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স, নাকি নতুন পরাশক্তি ক্রোয়েশিয়া? এই প্রশ্নের উত্তর জানা যাবে রোববার৷

অন্যদিকে শনিবার বেলজিয়ামের সাথে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হবে ইংল্যান্ডকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য