1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের কিংবদন্তী সক্রেটিস চলে গেলেন

৪ ডিসেম্বর ২০১১

চলে গেলেন ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় সক্রেটিস৷ রোববার মাত্র ৫৭ বছর বয়সে চিরবিদায় নিলেন এই ফুটবল কিংবদন্তী৷ খাবারে বিষক্রিয়তাজনিত কারণে সাও পাওলোর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷

https://p.dw.com/p/13MKT
সক্রেটিস (বামে) ও জিকো (ডানে)ছবি: AP

পুরো নাম সক্রেটিস ব্রাসিলেইরো সাম্পাইয়ো ডি সোউসা ভিরা ডি অলিভেইরা৷ বলা হয়, ছিয়াশির বিশ্বকাপের ফুটবল দলটি ছিলো ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সেরা দল৷ আর সেই দলের অন্যতম খেলোয়াড় ছিলেন সক্রেটিস৷ জিকো-সক্রেটিস এই জোড়া নাম তখন গোটা ফুটবল বিশ্বকে মাতিয়ে তুলেছে৷ এর আগে ১৯৮২ সালের বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্বও দিয়েছেন সক্রেটিস৷

ডাক্তারি পড়ার পর ফুটবলকেই বেছে নিয়েছিলেন সক্রেটিস৷ দীর্ঘদিন ক্লাব এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ ছিলো তার৷ বেশিরভাগ সময় দেশের ক্লাবেই খেলা হয়েছে৷ খেলেছেন ইটালির ফিওরেন্তিনা ক্লাবেও৷ তবে ইউরোপের নিয়ম কানুন এবং বাধা ধরা জীবন পছন্দ না হওয়ায় সেখানে বেশিদিন টিকে থাকতে পারেননি সক্রেটিস৷

খেলা ছাড়ার পর রাজনৈতিক কর্মী হিসেবেও বেশ পরিচিত ছিলেন এই স্পষ্টভাষী ফুটবল তারকা৷ ব্রাজিলের তৎকালীন সামরিক প্রশাসনের কড়া সমালোচক ছিলেন সক্রেটিস৷ তবে ধূমপান আর মদ্যপান এই দুই আসক্তি তাঁর শরীরকে দুর্বল করে দিচ্ছিলো৷ যদিও সক্রেটিসের দাবি ছিলো, তিনি মদ্যপানে আসক্ত ছিলেন না৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক