1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলানুরাগীদের কারণে ব্রিটেনে খুচরা ব্যবসা চাঙা

২৪ জুলাই ২০২১

গত মে মাসে ব্যবসামন্দা দুশ্চিন্তায় ফেলেছিল ব্রিটেনের খুচরা খাদ্যপণ্য বিক্রেতাদের৷ পরের মাসেই সেই দুশ্চিন্তা একেবারে দূর৷ তখন খাদ্য এবং পানীয় এত বিক্রি হয়েছে যা গত এক বছরে আর কখনোই হয়নি৷

https://p.dw.com/p/3xykJ
Lebensmittelgeschäft in London
ছবি: Dinendra Haria/picture alliance

ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স (ওএনএস) বলছে, মে মাসের চেয়ে জুনে খুচরা বিক্রি বেড়েছে শতকরা ০.৫ ভাগ এবং বিক্রি বৃদ্ধির কারণ ইউরো ২০২০৷ হ্যাঁ, ফুটবলের এ আসর নিয়ে ফুটবলানুরাগীরা মজে ছিলেন বলেই যে বিশেষ করে খাদ্যপণ্যের বিক্রি বেড়েছে সে বিষয়ে ওএনএস পুরোপুরি নিশ্চিত৷

ইউরো ২০২০-কে ঘিরে ব্যবসা চাঙা হবে- এমন অনুমান আগেই করা হয়েছিল৷ তবে প্রত্যাশা ছিল ছিল ০.৪ ভাগ, বাস্তবে হয়েছে তার চেয়েও বেশি ০.৫ ভাগ৷

করোনা মহামারির শুরুর দিকের সঙ্গে তুলনা করলে এই বৃদ্ধি আরো বিস্ময়কর৷ ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় ইউরো ২০২০-এর মাসে বিক্রি বেড়েছে শতকরা ৯.৫ ভাগ!

তবে ফুটবল দেখতে ঘরে বা রেস্তোরাঁয় বসে থাকতে হয়েছে বলে জুন মাসে ব্রিটেনবাসী খুব একটা বাইরে যায়নি৷ ফলে কাপড়চোপড়, এমনকি ঘরের নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুর বিক্রিই তখন কমেছে৷ ওএনএস-এর হিসেব অনুযায়ী গত জুনে সারা ব্রিটেনে কাপড়ের বিক্রি কমেছে ৪.৭ ভাগ আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের কমেছে ১০.৯ ভাগ৷

প্যান্থেয়ন ম্যাক্রোইকোনোমিক্সের স্যামুয়েল টম্বস অবশ্য মনে করেন,  খাদ্য পণ্য এবং পানীয়ের বিক্রি বেড়ে যাওয়া সাময়িক পরিবর্তন৷

তিনি মনে করেন, ‘‘আগামী কয়েক মাসের মধ্যেই খুচরা বিক্রি সম্ভবত আবার কমে যাবে৷''

এসিবি/কেএম (রয়টার্স)