1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের কষ্ট ভোলায় ফুটবল

৮ জুলাই ২০১৮

মালয়েশিয়ায় রোহিঙ্গাদের একটি ফুটবল ক্লাব তাদের দুঃসহ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে৷ সম্প্রতি একটি টুর্নামেন্ট তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে৷

https://p.dw.com/p/30wYd
Straßenfußball im Iran (Bildergalerie)
প্রতীকী ছবিছবি: picture alliance/landov

মালয়েশিয়ায় বর্তমানে ৭০ হাজার রোহিঙ্গা বসবাস করছেন৷ গত বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের পর অনেকেই মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে এখানে৷ সমুদ্র পথে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে মালয়েশিয়া পৌঁছেছেন তারা৷ এখনও দুঃসহ স্মৃতি তাড়া করে ফেরে তাদের৷

বিশ্বকাপের এই সময় পুরো বিশ্ব এখন ফুটবলে বুঁদ হয়ে আছে৷ কিন্তু রোহিঙ্গাদের কি তা স্পর্শ করছে? অথচ যেকোন ধরনের খেলা কিন্তু অবসাদ, বিষাদ, দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তির মহৌষধ হতে পারে৷ আর সে কারণেই হয়ত মালয়েশিয়ার রোহিঙ্গা ফুটবলাররা ৯০ মিনিটে শান্তি খুঁজছেন৷ ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সম্প্রতি একটি টুর্নামেন্টের আয়োজন করা হয় কুয়ালালামপুরে৷ যেখানে অংশ নেয় ৯টি দল৷

খেলোয়াড়রা নিজেদের পছন্দের জার্সি পড়ে খেলতে নামেন৷ কারো পছন্দ রাশিয়া, কারো আবার জার্মানি বা আর্জেন্টিনা৷ অনেকেই জানালেন একদিন রোহিঙ্গা দল বিশ্ব ফুটবলে জায়গা করে নিতে পারে বলে আশাবাদী তারা৷

১৭ বছরের মোহাম্মদ ইসহাক সংবাদ সংস্থা এএফপিকে বললেন, ‘‘যতক্ষণ খেলা হয় আমরা সব কিছু ভুলে যাই৷ আমাদের সব সমস্যার কথা ভুলে যেতে সাহায্য করে ফুটবল৷''

অথচ এই রোহিঙ্গাদের কোনোরকম স্বীকৃতি দিতে রাজি নয় মালয়েশিয়ার সরকার৷ এমনকি বৈধভাবে কাজ করার অধিকারও নেই তাদের৷ নির্মাণ শ্রমিক হিসেবেই অনেকে কাজ করেন৷ তবে তারা এটা স্বীকার করেন যে মিয়ানমারের চেয়ে অনেক ভালো এখানে অনেক ভালো আছেন তারা৷

২০১৫ সালে মালয়েশিয়ায় রোহিঙ্গা ফুটবল ক্লাব আরএফসি গড়ে ওঠে৷ এছাড়া আছে আরও বেশ কয়েকটি রোহিঙ্গা ফুটবল ক্লাব, যা দেশটির বিভিন্ন স্থানে চড়িয়ে রয়েছে৷ এরা একে অপরের সাথে খেলে বা মালয়েশিয়া দলের সঙ্গে খেলে অথবা এসব ক্লাবের সদস্যরা মালয়েশিয়া দলের হয়েও খেলে৷

আরএফসি-র সেক্রেটারি মোহাম্মাদ ফারুক জানান, তিনি রোহিঙ্গা স্কোয়াডকে কোনিফা ওয়ার্ল্ড ফুটবল কাপে অংশ নেয়াতে চান৷ কোনিফা ওয়ার্ল্ড ফুটবল কাপে সংখ্যালঘু ও আদিবাসীরা অংশ নিতে পারে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য