1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবৈধ দখলদার উচ্ছেদ

৮ জুলাই ২০১২

ঢাকার ফুটপাতের অবৈধ দখলদারদের উচ্ছেদ শুরু করেছে সিটি কর্পোরেশন৷ ফুটপাতে যেমন রাজনৈতিক দলের স্থানীয় অফিস আছে, আছে মৌসুমি ফলের দোকানও৷ অবৈধ ব্যানার আর বিলবোর্ডও উচ্ছেদ করা হচ্ছে৷ এই অভিযান চলবে মাসব্যাপী৷

https://p.dw.com/p/15TR6
Main opsition party of Bangladesh, BNP has called Hartal as a protest against attack on political leaders. This photo shows Karwan Bazar SAARC spring (SARRC FOARA) during todays strike; Copyright: Harun Ur Rashid
ছবি: Harun Ur Rashid

ঢাকার ফুটপাত বলতে গেলে পুরোটাই অবৈধ দখলে৷ পথচারীরা ফুটপাত ধরে হাঁটতে পারেন না৷ সেখানে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, মৌসুমি ফলের দোকান৷ আর আছে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের কার্যালয়৷ রাজধানী জুড়ে অবৈধ বিল বোর্ড ও ব্যানারের ছড়াছড়ি৷ এসব ব্যানার আর বিলবোর্ডের বড় একটি অংশ রাজনৈতিক নেতাদের প্রচারে ব্যবহার করা হচ্ছে৷ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শনিবার থেকে ফুটপাতের অবৈধ দখলদার আর ব্যানার, বিলবোর্ড উচ্ছেদের কাজ শুরু করেছে৷ উত্তরের প্রশাসক মো. শাহজাহান আলি মোল্লা জানান, অবৈধ দখলদাররা শুধু পথচারীদের হাঁটা চলার পথই বন্ধ করেনি, নগরীর সৌন্দর্যও নষ্ট করছে৷ তাদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে৷

এদিকে এই অবৈধ দখলদারদের বড় একটি অংশ রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী৷ তারা দলীয় কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে ফুটপাত দখল করেছে৷ অভিযোগ উঠেছে রাজনৈতিক দলের অবৈধ কার্যালয় উচ্ছেদে তেমন গা করছেনা সিটি কর্পোরেশন৷ তবে এই অভিযোগ অস্বীকার করেন প্রশাসক মো. শাহজাহান আলি মোল্লা৷ তিনি বলেন তারা যেখানেই রাজনৈতিক দলের অবৈধ কার্যালয় পাচ্ছেন সেখানেই উচ্ছেদ করছেন৷ তবে দু'একটি চোখ এড়িয়ে যেতে পারে৷

এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে সিটি কর্পোরেশনের কর্মচারীরা অবৈধ দখলদারদের প্রতিরোধের মুখে পড়েন৷ পরে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি সামাল দেয়া হয়৷ ফুটপাতের দোকানিরা অভিযোগ করেন উচ্ছেদের নামে তাদের পণ্য সামগ্রী কেড়ে নেয়া হচ্ছে৷

তবে এই অভিযোগ অস্বীকার করেন সিটি কর্পোরেশনের প্রশাসক৷ তিনি জানান অবৈধ দখলদাররা টিকতে না পেরে অসত্য অভিযোগ করছেন৷

স্থানীয় সরকার মন্ত্রণালয় গত সপ্তাহে অবৈধ দখলদারদের ৪৮ ঘণ্টার মধ্যে চলে যেতে বলে৷ আর নামিয়ে ফেলতে বলে অবৈধ বিলবোর্ড ও ব্যানার৷ কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু হল৷ চলবে মাস জুড়ে৷ আর অবৈধ দখলদাররা যাতে আবার ফিরে আসতে না পারে তার জন্য মরিটরিং করা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য