1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনিদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল

২২ জুলাই ২০১৯

বিশ্বব্যাপী নিন্দার মধ্যেও জেরুজালেমের উপকণ্ঠে ফিলিস্তিনিদের একটি গ্রামে কিছু বাড়ি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল৷ নিরাপত্তার কারণ দেখিয়ে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে ইহুদি রাষ্ট্রটি৷

https://p.dw.com/p/3MW45
Israel beginnt, Häuser am Stadtrand von Jerusalem abzureißen
ছবি: Reuters/M. Qawasma

নিরাপত্তার কারণ দেখিয়ে সোমবার ভোরে সুর বাহের এলাকার বুলডোজার দিয়ে বাড়িগুলো ভাঙা শুরু করে ইসরায়েল৷ এ সময় সেখানে সেনাসদস্যের উপস্থিতিও দেখা গেছে৷

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত সুর বাহের গ্রাম৷ ফিলিস্তিন ও জেরুজালেমের সীমান্ত রেখার খুব কাছাকাছটি ভবনগুলো নির্মাণ করা হয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল৷

গত কয়েক বছর ধরে আইনি লড়াই চলার পর জুনে বাড়িগুলো ভাঙার পক্ষে রায় দেয় ইসরায়েলের সুপ্রিম কোর্ট৷ আদালত বলেছে, ভবন নির্মাণের নিষেধাজ্ঞা ভঙ্গ করে গড়ে তোলা হয়েছে এসব ভবন৷

ফিলিস্তিনিরা বলছে, নিরাপত্তার অজুহাতে তাদেরকে শহর থেকে দূরে সরানো, ওই এলাকা দখল এবং নতুন ইসরায়েলি বসতির দিকে রাস্তা তৈরির জন্য এই অভিযান চালানো হচ্ছে৷

ভোরের আলো ফোটার আগেই বেশ কিছু ভবন গুড়িয়ে দেওয়া হয়৷ এর বাইরে আরো কিছু ভবনে তল্লাশির কাজ শেষ করে সেনা সদস্যরা৷

‘‘রাত দু'টা থেকে তারা লোকজনকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া শুরু করে এবং যেসব বাড়ি ধ্বংস করতে চায়, সেগুলোতে বিস্ফোরক বসায়,'' বলেছেন স্থানীয় নেতা হামাদা হামাদা৷

১৯৬৭ সালের ‘ছয়দিনের যুদ্ধে' পশ্চিম তীর ও পূর্ব ফিলিস্তিনিদের একটি অংশের জায়গা দখল করে নেয় ইসরারেয়ল৷ ২০০০ সালের দিকে জেরুজালেমের ইসরায়েলি ও ফিলিস্তিনি বসতির মধ্যে প্রাচীর তুলে দেয় ইসরায়েল৷

এদিকে, ভবন ভাঙার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এটা ‘‘দু'রাষ্ট্র সমাধানের পথ এবং দীর্ঘ মেয়াদি শান্তির আশাবাদকে দুর্বল করছে৷''

এমবি/ (এএফপি, রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য