1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন

২২ মে ২০২৪

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে বুধবার বলেছেন, তার দেশ ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে৷ স্পেন ও আয়ারল্যান্ডও একই ঘোষণা দিয়েছে৷

https://p.dw.com/p/4g8Gz
ডাবলিনে ফিলিস্তিনের পতাকা আঁকা ড্রাম বাজাচ্ছেন এক আইরিশ
রাষ্ট্রের স্বীকৃতি আয়ারল্যান্ডের ইতিহাস বিবেচনায় বিশেষ একটি বিষয় বলে মনে করেন আইরিশ প্রধানমন্ত্রীছবি: Artur Widak/NurPhoto/picture alliance

স্পেন ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে বুধবার সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস৷

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বুধবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানান৷

বুধবার এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে বলেন, ‘‘চলমান যুদ্ধের মধ্যে আমাদের অবশ্যই একটি বিষয় টিকিয়ে রাখতে হবে, যেটা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপদ আবাস দিতে পারে: দুটি রাষ্ট্র, যেখানে মানুষ একে অপরের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারবে৷’’

ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়া ও মাল্টাও সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আভাস দিয়েছে৷ তাদের বক্তব্য, ঐ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধান প্রয়োজন৷

প্রতিক্রিয়া

ঐ তিন দেশের ঘোষণার সমালোচনা করে ইসরায়েল ঐসব দেশ থেকে তাদের রাষ্ট্রদূতদের সরিয়ে নিয়েছে৷ ইসরায়েল বলছে, এভাবে স্বীকৃতি দেওয়া হলে ‘আরও সন্ত্রাসবাদ ও অস্থিরতা’ বাড়বে৷ একে ‘সন্ত্রাসবাদের পুরস্কার’ বলেও মন্তব্য করেছে ইসরায়েল৷ এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন প্রসিকিউটার বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবেন৷

এদিকে, ইউরোপের তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেওয়ায় লেবাননের বৈরুতে শরণার্থী শিবিরে বাস করা ফিলিস্তিনিরা আনন্দ প্রকাশ করেছেন৷ ‘‘আমরা আশা করছি, পুরো বিশ্ব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, আর আমরা এই ঘোষণা শুনে খুশি... দারুণ অনুভূতি,’’ বলে জানান ২৬ বছর বয়সি আলা গোজলান৷

ফ্রান্স বলেছে, স্বীকৃতি দেওয়ার এটি সঠিক সময় নয়৷

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এই ঘোষণাকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছে৷ হামাস একে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছে৷ ফিলিস্তিনিদের ‘সাহসী প্রতিরোধের’ কারণে এটি সম্ভব হয়েছে বলেও মনে করছে হামাস৷

নরওয়ের ঘোষণার আগে জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৪৩টি রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল৷

সুইডেন প্রায় এক দশক আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়৷ ফ্রান্স এখনও এমনটি করার পরিকল্পনা করছে না৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য