ফিলিপাইন্সে মর্মান্তিক ঘূর্ণিঝড় | পাঠক ভাবনা | DW | 11.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ফিলিপাইন্সে মর্মান্তিক ঘূর্ণিঝড়

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য'৷ফিলিপাইন্সে মর্মান্তিক ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে৷ এভাবেই গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডা. এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে

‘ভাষা শেখায় উৎসাহ দিচ্ছে জার্মান সরকার' – ওযেবসাইটে এই প্রতিবেদনটি পড়ে ঢাকা থেকে আরিফ মাহমুদ তাঁর জার্মানিতে আসতে চাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন ই-মেলে৷ তিনি লিখেছেন, ‘‘আমি একজন ছাত্র৷ বাংলাদেশর রাজনৈতিক অবস্থা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে৷ আসলে বাংলাদেশে আর হয়ত নতুন কোনো স্বপ্ন দেখাটা ঠিক হবে কিনা জানি না৷ আর এইখানে সুযোগও নেই তেমন কিছু করার৷ আমি কি কিছু তথ্যগত সাহায্য পেতে পারি? যেমন কিভাবে আমি জার্মানিতে যেতে পারি এবং সেখানে কিছু করার সুযোগ কি আমি পাব? আমি এই সামগ্রিক বিষয় সম্পর্কে সুস্পষ্ট তথ্য এবং ধারণা পেতে চাই৷ আমি আন্তরিকভাবে আগ্রহী জার্মানিতে যেতে এবং সেখানে কিছু একটা করতে৷ আমি আপনাদের সাহায্য এবং তথ্যের অপেক্ষাই আছি, ধন্যবাদ৷''

- ধন্যবাদ দু'জনকেই৷ ভাই আরিফ মাহমুদ, জার্মানিতে পড়াশোনা বিষয়ে আমাদের ওয়েবসাইটে ‘জার্মানিতে উচ্চশিক্ষা' নামের পাতায় নানা তথ্য রয়েছে৷ সেখানে ক্লিক করলে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন