1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিপাইন্সে আগ্নেয়গিরি থেকে লাভাস্রোত

১৩ জানুয়ারি ২০২০

ফিলিপাইন্সের তাল আগ্নেয়গিরি থেকে লাভাস্রোত বেরতে শুরু করল৷ প্রশাসনের সতর্কবার্তা, আরও বিপুল উদ্গীরণ হতে পারে৷

https://p.dw.com/p/3W5oN
ছবি: Getty Images/E. Acayan

নিউজিল্যান্ডের পর এ বার ফিলিপাইন্স৷ সোমবার সেখানকার তাল আগ্নেয়গিরি থেকে লাভাস্রোত বেরতে শুরু করে৷ এর ফলে ম্য়ানিলার দক্ষিণের এলাকা থেকে ৮ হাজার লোককে আপাতত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে৷ প্রশাসনের ধারণা, পরিস্থিতি আরও খারাপ হলে অন্তত দুই লাখ লোককে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যেতে হবে৷ কারণ, অদূর ভবিষ্যতে আগ্নেয়গিরি থেকে আরও প্রবলভাবে লাভাস্রোত বেরতে পারে৷ ফিলিপাইন্সের ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি ও সিসমোলজি রবিবার রাত জুড়ে আগ্নেয়গিরির ভিতর ৭৫টি আগ্নেয় ভূকম্প নথিভুক্ত করেছে৷ 

আগ্নেয়গিরি থেকে প্রথমে ছাই, পাথর এবং তারপর লাভাস্রোত বেরতে থাকে৷ সঙ্গে সঙ্গে কাছাকাছি থাকা গ্রামগুলি থেকে গ্রামবাসীদের বিশেষ ত্রাণ শিবিরে নিয়ে আসার কাজ শুরু হয়ে যায়৷ বালিট শহরের মেয়র উইলসন মারালিট বলেছেন, ''আমাদের সমস্যা হল, বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন৷ তাঁরা ফিরে এসে গোরু, শুয়োরগুলিকে নিরাপদ এলাকায় যেতে চাইছেন৷ তাদের বারবার বলা হচ্ছে, যে কোনও সময় আগ্নেয়গিরি আরও প্রবলভাবে অগ্নুৎপাত শুরু করবে৷ সেটা হলে তাদের প্রাণ বাঁচানো কঠিন হবে৷'' 

Philippinen | Ausbruch Vulkan Taal
ছবি: picture-alliance/AP Photo/A. Favila

ম্যানিলার বিমানবন্দর এখন আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে৷ সমস্যা হল, ম্যানিলার দক্ষিণের এলাকা পুরো ছাই ও কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে৷ সেই কালো ধোঁয়া চারপাশে ছড়াচ্ছে৷ ছাই ও ধোঁয়া প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার ওপরে উঠে গিয়েছে৷ এরপরই বিমান চলাচল বন্ধ রাখা হয়৷ বিমান বন্দরের রানওয়েতেও ছাই এসে পড়েছিল৷ পরে সে সব পরিস্কার করে আংশিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে৷ পরিবহণ মন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, জনস্বার্থ ও সুরক্ষার জন্য যা করা দরকার, তাঁরা যেন সেটাই করেন৷ সোমবার সব স্কুল বন্ধ রাখা হয়েছে৷ ম্যানিলাততেও লোককে বাড়িতে থাকতে বলা হয়েছে৷ তাল লেক ও তার আশপাশের এলাকা যে কোনও সময় আগ্নেয় সুনামির কবলে পড়তে পারে বলে জানানো হয়েছে৷ 

তাল আগ্নেয়গিরি হল জীবন্ত, কিন্তু ১৯৭৭ সালের পর থেকে সেখানে কোনও অগ্নুৎপাত হয়নি৷ ১৯১১তে অবশ্য এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ১৩৩৫ জন মারা গিয়েছিলেন৷ ফিলিপাইন্সে তাল ছাড়াও প্রায় দুই ডজন জীবন্ত আগ্নেয়গিরি আছে৷

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)