1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ফিরে আসার জন্যে সবকিছু করবো’: মোহাম্মদ আমির

৮ ফেব্রুয়ারি ২০১১

পাতানো খেলা কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্যে নিষিদ্ধ হবার শাস্তি পাবার পরে পাকিস্তান ক্রিকেট দলের মোহাম্মদ আমির ‘‘জীবনের সবচেয়ে খারাপ দিন’’ থেকে ফিরে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন৷

https://p.dw.com/p/10CdB
মোহাম্মদ আমিরছবি: AP

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি-র দুর্নীতি দমন ট্রাইব্যুনাল শনিবার দোহাতে পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন সালমান বাট এবং মোহাম্মদ আসিফকেও ক্রিকেট থেকে দীর্ঘ সময়ের জন্যে নিষিদ্ধ করে৷ গত বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে অনুষ্ঠিত খেলায় তারা ইচ্ছাকৃতভাবে নো-বল করেছিল বলে অভিযোগ রয়েছে৷

সোমবার বিবিসি-কে দেওয়া এক সাক্ষাতকারে ১৮ বছর বয়সি আমির বলেন, ‘‘আমার কেমন লাগছে, জানতে চান? কেউ যদি চোখের সামনে নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ার শেষ হয়ে যেতে দেখে তাহলে সেটিই হয় তার জীবনের সবচেয়ে খারাপ দিন৷'' তিনি বলেন, ‘‘ক্রিকেট আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কেননা ক্রিকেটের জন্যে আমি আমার পড়ালেখা ছেড়েছি৷ এর প্রতি আমার এমনই দুর্বলতা ছিল৷''

আমির জানান, যে পুরো পরিবার তাঁর ওপর নির্ভরশীল এবং তিনি ক্রিকেটের ওপর নির্ভরশীল তাই এই সিদ্ধান্তে সবাই দুঃখিত৷ তিনি আরও বলেন, ‘‘আমি এবং আমার আইনজীবী আপিলের আবেদন করতে পারবো, সেটারই চেষ্টা করবো আমরা৷ ভবিষ্যতের ব্যাপারে আমি আশা ছাড়বো না, আমার জীবনে আমি তা কখনোই করিনি৷''

আমির মনে করেন এই ঘটনা থেকে কিছু না কিছু ভালো বের হয়ে আসবে৷ তাঁর কথায়, ‘‘আমি সমস্ত শক্তি নিয়ে ফিরে আসার জন্যে সবকিছু করবো৷ এইসব ঘটনা থেকে কিছু শিক্ষা লাভের সুযোগ দিয়েছেন আমাকে সৃষ্টি কর্তা৷ ফিরে আসার জন্যে আমি কঠোর পরিশ্রম করবো৷ এবং এই খারাপ দিনগুলো থেকে ভালো কিছু শিখবো৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য