1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরছেন শুমাখার, সঙ্গে আছে মার্সিডিস

২৩ ডিসেম্বর ২০০৯

অবশেষে সাতবারের বিশ্ব চ্যাম্পয়ন মিশায়েল শুমাখার অবসর থেকে আবারো রেসিংয়ে ফিরছেন৷ বুধবার মার্সিডিস তার ফিরে আসার খবর জানিয়েছে, তা নিশ্চিত করেছেন শুমাখার নিজেই৷ তাঁকে আগামী বছর বাহারাইন গ্রঁ প্রিতে দেখা যাবে পুরনো রুপে৷

https://p.dw.com/p/LC4Q
ছবি: AP

রেসিং ছেড়ে ২০০৬ সালে স্বেচ্ছা অবসরে গিয়েছিলেন শুমাখার৷ আর তাই আগামী বছরের ১৪ মার্চ বাহারাইনে তার ক্যারিয়ার পুর্নজীবন পাচ্ছে বললে বেশি বলা হবেনা৷ নিজের ৪১তম জন্মদিনের মাত্র ১১ দিন আগে শুমাখার জানালেন তাঁর নতুন করে ফিরে আসার খবর৷ আর আগামী বছরের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশীপে তিনিই হবেন সবচেয়ে বয়স্ক চালক৷

মার্সিডিস জানিয়েছে শুমাখারের সঙ্গে তাদের চুক্তি হয়েছে এক বছরের, যার মূল্য সাত মিলিয়ন ইউরো৷ তবে, শুমাখার জানিয়েছেন, রেসিংয়ে তাঁর এই নবযাত্রার মেয়াদ হবে তিন বছর৷ টেলিফোন কনফারেন্সে উচ্ছ্বসিত শুমাখার তাই জানালেন, আমি নিজেকে ১২ বছরের বালকের মতো আশান্বিত মনে করছি৷

গত গ্রীষ্মে ফেরারী চালক ফেলিপে মাসা মারাত্মক আহত হওয়ার পর অবশ্য ফেরার চেষ্টা করেছিলেন শুমাখার৷ কিন্তু ডাক্তাররা সেসময় শুমাখারকে রেসিং জন্য ফিট নন বলে জানান৷

শুমাখার জানান, রেসে ফেরার জন্য নভেম্বরে মার্সিডিস টিমের প্রিন্সিপাল রস ব্রাউন এর কাছ থেকে একটি ফোন পান তিনি৷ সেখান থেকেই নতুন আলোচনার শুরু৷

শুমাখার বলেন, আমি কখনোই রেসিং ট্র্যাক ছেড়ে চলে যাইনি৷ আর তিন বছর পর আমি আবার আমার শক্তি ফিরে পেয়েছি৷ মটোর বাইক নিয়ে খেলতে খেলতেই আমি এখন সিরিয়াস খেলার জন্য প্রস্তুত৷

আগামী বছর শুমাখার জুটি বাঁধছেন অপর জার্মান এফ ওয়ান চালক নিকো রসব্যার্গ এর সঙ্গে৷

অবশ্য শুমাখার বা মার্সিডিস জানানোর আগেই তাঁদের চুক্তির খবর ফাঁস করে দেয় জার্মান দৈনিক বিল্ড৷ পত্রিকাটির দেয়া তথ্য অনুযায়ী, মাসখানেকেরও বেশি সময় ধরে আলোচনার পর মিশায়েল শুমাখার মার্সিডিসের সঙ্গে চুক্তি করেছেন৷ ইংল্যান্ডের ব্রেকলিতে মার্সিডিস টিমের প্রধান কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয় বলে বিল্ড এর খবর৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার