1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরছেন মেসি

৩ জানুয়ারি ২০১৪

প্রায় দু'মাস পর মাঠে ফিরছেন লিওনেল মেসি৷ এবার তিনি ষাঁড়ের মতো হবেন, বলে ধারণা বার্সেলোনায় মেসির সঙ্গী সেস্ক ফাব্রিগাসের৷ রবিবারের লা লিগা ম্যাচে কিছুক্ষণের জন্য খেলতে পারেন স্পেনে সদ্য ফেরত আসা মেসি৷

https://p.dw.com/p/1AkRK
ছবি: Reuters

আর্জেন্টিনা থেকে বুধবারই স্পেনে ফিরেছেন মেসি৷ বার্সা কোচ গেরার্ডো মার্টিনো এখনই মেসিকে পুরো ম্যাচে না খেলালেও হয়ত কিছুক্ষণের জন্য মাঠে নামাতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷ রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় এলশে-র বিরুদ্ধে খেলবে বার্সেলোনা৷ এরপর বুধবার কিংস কাপের খেলা রয়েছে গেটাফের বিরুদ্ধে৷

তবে বার্সেলোনা আশা করছে ১১ জানুয়ারির আগে মেসি পুরোপুরি ফিট হোক৷ কেননা সেদিন অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলা রয়েছে বার্সার৷ দুই দলই ১৭ খেলা থেকে ৪৬ পয়েন্ট সংগ্রহ করেছে৷ তবে গোল পার্থক্যে বার্সার অবস্থান শীর্ষে৷ তৃতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের সংগ্রহ ৪১ পয়েন্ট৷

Champions League 2012/13 Halbfinale FC Bayern München FC Barcelona
১১ জানুয়ারির আগে মেসি পুরোপুরি সেরে উঠতে পারেনছবি: PIERRE-PHILIPPE MARCOU/AFP/Getty Images

শীতকালীন বিরতির পর শনিবার থেকে আবারও শুরু হচ্ছে লা লিগা৷ সে উপলক্ষ্যে একটি স্প্যানিশ দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সেস্ক ফাব্রেগাস বলেন, ‘‘ইনজুরির কারণে মেসিকে বিশ্রাম নিতে হতোই৷ তবে সে যখন ফিরবে, তখন ষাঁড়ের মতোই ছুটবে৷''

মেসির অনুপস্থিতিতে বার্সা

গত দুই মাস মেসি না থাকাকালীন সময়ে বার্সেলোনা পরপর দুটো ম্যাচে পরাজিত হয়৷ প্রথমটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আয়াক্স আমস্টারডামের কাছে৷ আর দ্বিতীয়টি লা লিগায় অ্যাথলেটিক বিলবাও-এর কাছে৷ অবশ্য এই সময়টায় ব্রাজিলিয়ান নেইমার সময় সময় ঝলসে উঠেছিলেন৷ কেল্টিকের বিরুদ্ধে ম্যাচে তিনি বার্সার হয়ে প্রথম হ্যাট্রিক করেছিলেন৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য