1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফা'র নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন বিন হাম্মাম

২৫ আগস্ট ২০১১

এশিয়ার সাবেক ফুটবল প্রধান মোহাম্মদ বিন হাম্মাম অবশেষে নিজের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন৷ ক্যারিবিয়ান প্রতিনিধিদের ঘুস প্রদানের চেষ্টার অভিযোগে গত ২৩ জুলাই ফিফা বিন হাম্মামকে আজীবন নিষিদ্ধ করে৷

https://p.dw.com/p/12NUE
এখনো হাল ছাড়তে রাজি নন বিন হাম্মামছবি: AP

এশিয়ার ফুটবল কনফেডারেশন এর অন্যতম শক্তিশালী এই ব্যক্তিত্ব বৃহস্পতিবার জানান, আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রতিবাদে ফিফা আপিল কমিটিতে আপিল করা হয়েছে৷

Fußball FIFA Mohamed Bin Hammam Sepp Blatter
যখন ব্লাটার ও বিন হাম্মামের বন্ধুত্ব অটুট ছিলছবি: picture alliance / dpa

তবে, আপিল কমিটির কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার আশা করছেন না হাম্মাম৷ তিনি বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় নয়, বরং খেলাধুলা বিষয়ক সালিশ আদালতে অভিযোগ দায়ের করার পূর্ব প্রস্তুতি হিসেবে ফিফার কাছে এই আপিল করেছি আমি৷

সুইজারল্যান্ডের লোজান শহরে খেলাধুলা বিষয়ক বিশ্বের সর্বোচ্চ আদালতের অবস্থান৷ ফিফা'র আপিল বিভাগে ন্যায় বিচার না পেলে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে লোজানের আদালতে হাজির  হতে পারেন বিন হাম্মাম৷

গত মাসে বিন হাম্মাম'এর ওপর আজীবন নিষেধাজ্ঞার ঘটনাটি ফিফা'র ইতিহাসে বিরল৷ গত ১০৭ বছরে ফিফা'র এত উর্ধ্বতন কোন সদস্যকে নিষিদ্ধ করা হয়নি৷ সর্বশেষ ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেননি বিন হাম্মাম৷ এই নির্বাচনে নিজের পক্ষে ভোট টানতে ক্যারিবীয় প্রতিনিধিদের ঘুস প্রদানের চেষ্টার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে৷ এরপরই নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন এই কাতারি নাগরিক৷

NO FLASH Fußball FIFA Mohamed Bin Hammam
বিশাল কেলেঙ্কারির কেন্দ্রবিন্দু বিন হাম্মামছবি: picture alliance / dpa

গত সপ্তাহে ফিফা'র নৈতিক কমিটি বিন হাম্মামকে নিষিদ্ধ করার কারণ প্রকাশ করে৷ এরপরই এই বিষয়ে আপিলের সুযোগ পান হাম্মাম৷ তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, ফিফা'র আপিল কমিটির কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ৷

কারণ হিসেবে হাম্মাম এর দাবি, আমার প্রতিপক্ষই ফিফা আপিল কমিটির গঠন করেছে, এক্ষেত্রে তাই আগেরমতই বিচারকই আমার প্রতিদ্বন্দ্বী৷ ফলে আমি আগেই ন্যায়বিচার পাওয়ার আশা করতে পারছি না৷

নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সবরকম চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন বিন হাম্মাম৷ ব্যক্তিগত ব্লগে তিনি লিখেছেন, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব৷ আমি প্রমাণ করতে চাই, আমাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত রাজনৈতিক এবং ফিফা প্রেসিডেন্সি পদে লড়াই এর অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে৷

উল্লেখ্য, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন বিন হাম্মাম৷ অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানকে পেছনে ফেলে কাতারকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিচ্ছে ফিফা৷ কাতার এর পক্ষে সমর্থন আদায়ে কাজ করেছেন বিন হাম্মাম৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান