1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাউন্টেন পেন দিয়ে জিম্মি

২৩ এপ্রিল ২০১৮

গত সপ্তাহে এয়ার চায়নার একটি ফ্লাইটে এক যাত্রী ফ্লাইট অ্যাটেনডেন্টকে ফাউন্টেন পেন দিয়ে জিম্মি করে৷ ফ্লাইটটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়৷ এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷

https://p.dw.com/p/2wU8J
ছবি: picture-alliance/OKAPIA/Dr. M. Baumgärtner

এয়ার চায়নার ফ্লাইটটি হুনান প্রদেশের চাংশা শহর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল৷ কিন্তু পথিমধ্যে হঠাৎ এক পুরুষ যাত্রী এক নারী অ্যাটেনডেন্টকে জাপটে ধরে৷ এরপর একটি ফাউন্টেন পেন তাঁর ঘাড়ের কাছে ধরে জিম্মি করে রাখে৷

দেশটির সিভিল এভিয়েশন অথরিটি জানায় যে, এমন পরিস্থিতিতে ফ্লাইটটিকে ঝেংজোউ শহরে জরুরি অবতরণ করা হয়৷

তাৎক্ষণিকভাবে তাদের ওয়েবসাইটে দেয়া ঘটনাটি নিয়ে খুব সংক্ষিপ্ত একটি বিবৃতি দেয়া হয়েছে৷ সেখানে বলা হয়েছে, এয়ার চায়না ফ্লাইটটির নম্বর ছিল ১৩৫০৷ জিম্মিকারী ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি৷ ঘটনা নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তারা বলেছে যে, শেষ পর্যন্ত কেউ আহত হননি৷

এরই মধ্যে চীনের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সাংহাইলিস্টে প্রকাশ হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সেই ব্যক্তি বিমানের কোনো একটি দেয়ালের পাশে হেলান দিয়ে সেই ফ্লাইট অ্যাটেনডেন্টের গলায় হাত পেঁচিয়ে বসে আছেন৷ তার আরেক হাতে সেই ফাউন্টেন পেন৷

সেই ব্যক্তি চিৎকার করছেন৷ যাত্রীদের অনেকেই ঘটনার নিয়ন্ত্রণ নিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন৷ পরে বিমানের ককপিটের জানালা দিয়ে সশস্ত্র পুলিশ ঢোকে৷ তাঁরা অন্য যাত্রীদের সহায়তায় ঐ ব্যক্তিকে পাকড়াও করেন এবং সেই অ্যাটেনডেন্টকে উদ্ধার করেন৷

সেই অ্যাটেনডেন্ট শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও মানসিক ধাক্কা খেয়েছেন বলে মনে হচ্ছে৷ কোনো কোনো চীনা গণমাধ্যম জানিয়েছে, ঐ ব্যক্তি আসলে মানসিক রোগী৷ তাই এমন আচরণ করেছেন৷

জেডএ/এসিবি