1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ অস্বীকার করলো যুক্তরাষ্ট্র

১০ সেপ্টেম্বর ২০১৮

সিরিয়ার এক গ্রামে যুক্তরাষ্ট্র সাদা ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া৷ যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করেছে৷

https://p.dw.com/p/34bSo
Syrien US F-15 Kampfflugzeug
ছবি: picture-alliance/EPA/US Air Force/M. Bruch

রুশ জেনারেল ভ্লাদিমির সাভচেঙ্কো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘অ্যামেরিকার দুটি এফ-১৫ বিমান থেকে সেপ্টেম্বরের ৮ তারিখে দিয়ার আল-জাওয়ার প্রদেশের হাজিন এলাকা লক্ষ্য করে অগ্নিকাণ্ড সৃষ্টিকারী ফসফরাস বোমা হামলা চালানো হয়েছে৷''

এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান তিনি৷

তবে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের মুখপাত্র কমান্ডার শন রবার্টসন এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঐ অঞ্চলে থাকা মার্কিন সামরিক ইউনিটের কাছে ফসফরাস বোমা নেই৷

উল্লেখ্য, জেনেভা কনভেনশন অনুযায়ী, সাধারণ জনগণ ও বৈধ সামরিক স্থাপনার বিরুদ্ধে ফসফরাস বোমা হামলা চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

এর আগে গত মার্চে সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়া নিষিদ্ধ ঘোষিত বোমা হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছিল ব্রিটেন ভিত্তিক সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'৷ রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে একে ‘নির্লজ্জ মিথ্যা' বলে আখ্যায়িত করেছিল৷

তবে সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোট এর আগে সিরিয়ায় সাদা ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন৷

ইডলিবে হামলা

সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা শেষ এলাকা ইডলিব প্রদেশ৷ শনিবার থেকে সেখানে হামলা শুরু করেছে সিরিয়া ও রাশিয়া৷ এর আগে ইডলিবে সম্ভাব্য সামরিক হামলা বন্ধে তেহরানে বৈঠক করেন ইরান, রাশিয়া ও তুরস্কের শীর্ষ নেতারা৷ কিন্তু সেটি সফল না হওয়ায় শনিবার থেকে ইডলিবে হামলা শুরু হয়েছে৷

সেখানকার বাসিন্দা ও উদ্ধারকারীরা বলছেন,সিরীয় সেনাবাহিনীর হেলিকপ্টারথেকে দক্ষিণ ইডলিবের গ্রামগুলোতে ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে৷ এতে দুই শিশু প্রাণ হারিয়েছে৷

তবে সিরীয় সেনাবাহিনী ব্যারেল বোমা ব্যবহারের কথা অস্বীকার করেছে৷ কিন্তু জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, সিরিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণের মতো যথেষ্ট প্রমাণাদি তাদের কাছে রয়েছে৷

এদিকে, ইডলিবের পাশের প্রদেশ হামায় থাকা বিদ্রোহীদের লক্ষ্য করে রাশিয়ার জেট থেকে হামলার খবর পাওয়া গেছে৷

উল্লেখ্য, ইডলিবে প্রায় ৩০ লক্ষ মানুষের বাস৷ তাদের অনেকেই সিরিয়ার অন্যান্য এলাকার বাসিন্দা৷ ঐসব এলাকায় সংঘাত থেকে বাঁচতে তাঁরা ইডলিবে আশ্রয় নিয়েছেন৷ ফলে ইডলিবে সামরিক হামলার কারণে সর্বোচ্চ আট লক্ষ মানুষ গৃহহীণ হতে পারে বলে আশংকা করছে জাতিসংঘ৷

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ জন প্রাণ হারিয়েছেন৷ গৃহহীণ হয়েছেন আরো প্রায় কয়েক মিলিয়ন মানুষ৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান