1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফতোয়াবাজি বন্ধের ডাক দিলেন শেখ হাসিনা

৮ ফেব্রুয়ারি ২০১১

ধর্মকে ব্যবহার করে ফতোয়াবাজির মাধ্যমে মানুষ হত্যায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের এই ধরনের ফতোয়াবাজি বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/10Cn4
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ ,সন্ত্রাস এবং ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্বও নিতে হবে ইমামদের৷

সম্প্রতি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ফতোয়বাজদের দোররার আঘাতে নিহত হন হেনা আক্তার ৷ প্রধানমন্ত্রী আজ ঢাকায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, ‘‘ধর্মের নামে ফতোয়া দিয়ে মানুষ হত্যা আমাদের সমাজের জন্য কলঙ্ক৷ এই ধরনের ফতোয়াবাজি বন্ধ করতে হবে৷ যারা এ কাজ করে তারা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে৷'' ইমামদের এব্যাপারে সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের জনমত গড়ে তোলারও আহ্বান জানান৷ তিনি বলেন, ‘‘যারা ধর্মের নামে রাজনীতি করছে তাদের মুখোশ খুলে দিতে হবে৷''

শেখ হাসিনা জানান, ডিজিটাল পদ্ধতিতে কোরান শরিফ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে৷ বাংলা ইংরেজি এবং আরবি – এই তিন ভাষায় কোরান শরিফ পাওয়া যাবে ওয়েবসাইটে৷ ফলে ধর্ম ব্যবসায়ীরা ইসলামের অপব্যাখ্যা দিতে পারবেনা৷

এদিকে দোররার আঘাতে নিহত হেনা আক্তারের লাশ ফের ময়না তদন্তের জন্য আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ হাইকোর্টের নির্দেশে গত রাতে শরিয়তপুর জেলার নড়িয়ার চামটা গ্রামে কবর থেকে তার লাশ তোলা হয়৷ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কাজী গোলাম মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি বোর্ড গঠন করে লাশের ফের ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন