1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে নগ্নতা

৫ আগস্ট ২০১২

বিখ্যাত ‘প্লেবয়’ ম্যাগাজিনের জন্য ছবি তোলা প্রথম ভারতীয় নারী শেরলিন চোপড়া৷ আগামী নভেম্বর মাসের প্লেবয় সংখ্যার কাভারে তাঁর নগ্ন ছবি দেখা যাবে৷

https://p.dw.com/p/15kCs
Bollywood actress Sherlyn Chopra poses as she arrives at the International Indian Film Academy, or IIFA, awards event in Colombo, Sri Lanka, Saturday, June 5, 2010. Some of India's top movie stars converged in Sri Lanka on Thursday for Bollywood's annual roadshow despite calls to boycott the event because of the alleged killing of Tamil civilians during the final stages of the country's decades-long civil war. (ddp images/AP Photo/Chamila Karunarathne)
ছবি: dapd

ইতিমধ্যে তিনি ম্যাগাজিনের জন্য ছবি তোলার কাজ শেষ করেছেন৷ এবং তার কিছু অংশ টুইটারে প্রকাশ করেছেন৷ এ নিয়ে ভারতে এখন চলছে আলোচনা-সমালোচনা৷ চোপড়াকে উদ্দেশ্য করে একজন টুইটারে লিখেছেন, ‘‘প্লেবয়ের জন্য ছবি তুলে আপনি যদি নিজেকে গর্বিত মনে করেন তাহলে আপনার ‘স্ট্যান্ডার্ড' বা যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে৷'' আরেকজন লিখেছেন, সস্তা জনপ্রিয়তা পেতেই তিনি একাজ করেছেন৷

কিন্তু শেরলিন চোপড়ার এসবে কিছু যায় আসে না৷ তিনি নিজেকে ভারতে যৌন স্বাধীনতার একজন ‘পাইওনিয়ার' বা পথপ্রদর্শক মনে করছেন৷

উল্লেখ্য, ভারতে নগ্নতা বিষয়টিকে এখনো ‘ট্যাবু' হিসেবে দেখা হয়৷ এবং প্লেবয় সহ অন্যান্য নগ্ন ম্যাগাজিন বিক্রি ভারতে নিষিদ্ধ৷

খ্রিস্টান বাবা আর মুসলমান মায়ের ঘরে জন্ম নেয়া শেরলিন চোপড়া বলিউডের কয়েকটি ছবিতে অভিনয় করেছেন৷ তবে সেগুলো ততটা উল্লেখযোগ্য নয়৷ বলিউডের অভিনেত্রীর তালিকায় তাঁকে ‘বি' ক্যাটাগরিতেই ফেলা হয়৷

কিন্তু প্লেবয় ম্যাগাজিনের ওয়েবসাইটে চোপড়াকে ‘বলিউড কিংবদন্তী' হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে৷ এ বিষয়টা ভারতে ব্যঙ্গবিদ্রুপের জন্ম দিয়েছে৷ প্লেবয়ের জন্য ছবি তোলার আগ্রহ প্রকাশ করে চোপড়া নিজেই মেল করেছিলেন৷

জেডএইচ/আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য