1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাতিনিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মেসির সামনে

৮ জানুয়ারি ২০১২

টানা তিনবারের মত বিশ্ব সেরা ফুটবলারের খেতাব কি জিততে পারবেন আর্জেন্টিনার লিওনেল মেসি? চলতি বছর ফুটবল জগতে প্রশ্নটি বেশ জোরালো হয়ে উঠছে৷ এছাড়া টানা তিনবার ফরাসি ফেডারেশনের খেতাব বিজয়ও হাতছানি দিচ্ছে বার্সা তারকাকে৷

https://p.dw.com/p/13g95
UEFA President Michel Platini congratulates Barcelona players Lionel Messi after the Champions League final between Barcelona and Manchester United at the Stadio Olimpico in Rome, Italy, 27 May 2009. Barcelona won 2-0. EPA/MATTEO BAZZI NO MOBILE DEVICES +++(c) dpa - Bildfunk+++
২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগ জেতার পর বার্সেলোনার মসিকে অভিনন্দন জানাচ্ছেন প্লাতিনিছবি: picture-alliance/ dpa

বছর দুই হলো, ফিফার সেরা ফুটবলারের সঙ্গে সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশনের বালঁ দ'র খেতাবটিও একসঙ্গে দেওয়া হচ্ছে৷ একসঙ্গে এই পুরস্কারকে বলা হচ্ছে ফিফা বালঁ দ'র৷ আর দুইবারই সেটা গিয়েছে লিওনেল মেসির ঝুলিতে৷ এবারও তিনি সেটা জিততে পারবেন কিনা, সেটি দেখার অপেক্ষায় ফুটবল বোদ্ধারা৷ বিশেষ করে ফরাসিরা বেশ উন্মুখ হয়ে আছে তা জানতে৷ কারণ ফরাসি ফুটবল কিংবদন্তী বলে খ্যাত মিশেল প্লাতিনি ছাড়া আর কোন ফুটবলার এখন পর্যন্ত ফরাসি ফুটবল ফেডারেশনের এই সর্বোচ্চ পুরস্কারটি টানা তিনবার জেতেনি৷ ইউরোপীয় ফুটবল ফেডারেশন বা উয়েফার বর্তমান প্রেসিডেন্ট প্লাতিনি ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বালঁ দ'র পুরস্কারটি জেতেন৷

গত কয়েক বছর ধরেই ফুটবল বিশ্বে মেসি-রোনাল্ডো প্রতিদ্বন্দ্বিতা চলছে৷ বিগত ২০০৮ সালে ফিফার বর্ষসেরা খেতাব জয়ের পর পরের তিন বছর মেসির কাছে তা খুইয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ এই বছরও মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তিনি৷ ইতিমধ্যে রিয়ালের জার্সি চড়িয়ে গত নভেম্বরে এক'শ গোলের মাইলফলক পার হয়েছেন এই ২৬ বছর বয়সী ফুটবলার৷ গত বছর লা লিগায় ৪০টি গোল করে এক মৌসুমে সর্বাধিক গোল করার রেকর্ড করেন এই পর্তুগিজ খেলোয়াড়৷ গত বছর স্প্যানিশ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হার মানতে হয়েছে রিয়াল মাদ্রিদের৷ তবে দলীয় ব্যর্থতার মধ্যেও রোনাল্ডোর অব্যাহত পারফরমেন্স জ্বলজ্বল করছে৷

Argentina's soccer player Lionel Messi holds the trophy after he was awarded with the FIFA Ballon d'Or, footballer of the year 2010, during a ceremony in Zurich, Switzerland, Monday, Jan. 10, 2011. (Foto:Keystone, Patrick B. Kraemer/AP/dapd)
বালঁ দ’র হাতে ২০১০ সালের বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসিছবি: dapd

অন্যদিকে গত বছর লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে বার্সেলোনা৷ আর মেসির পারফরমেন্সও ছিল ধারাবাহিক৷ দলের পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল এসেছে তার পা থেকে৷ চলতি মৌসুমে ইতিমধ্যে বার্সেলোনার হয়ে দুইশ গোলের মাইলফলক পার হয়েছেন ২৪ বছর বয়সী তারকা৷ ক্রমেই তিনি এগিয়ে যাচ্ছেন বার্সার অল টাইম রেকর্ডের মালিক সেজার রড্রিগেজের ২৩৫ গোলের রেকর্ডের দিকে৷ ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় সাফল্যও মেসির জন্য একটি প্লাস পয়েন্ট৷ তবে এই অর্থে এবারের বিশ্ব সেরা ফুটবলারের দৌড়ে বার্সা সতীর্থদেরও মোকাবিলা করতে হবে মেসিকে৷ তার মধ্যে অন্যতম বার্সার স্প্যানিশ তারকা জাবি৷ গত বছর ফিফার শর্ট লিস্টে তৃতীয় অবস্থানে থাকা এই খেলোযাড় মেসির মতই দুর্দান্ত খেলে যাচ্ছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য