1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রয়াত হলেন আব্দুল মান্নান ভুঁইয়া

২৮ জুলাই ২০১০

বিডি নিউজ টুয়েন্টি ফোর এবং বাংলাদেশ সংবাদ সংস্থাসহ পত্রিকাগুলোর অনলাইন সংস্করণে আজকে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার প্রয়াত হবার খবরটিই শিরোনামে রয়েছে৷ মান্নান ভুঁইয়া ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন৷

https://p.dw.com/p/OWBE
আওয়ামী লীগের নেতার সঙ্গে সর্ববামে মান্নান ভুঁইয়াছবি: AP

তিনি চিকিৎসার জন্যে ৩১-শে মে সিঙ্গাপুরে যান এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ মতই তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়৷ ৭-ই জুলাই তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সোমবার রাত থেকে তাঁর অবস্থার গুরুতর অবনতি ঘটে এবং মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

যুদ্ধাপরাধী বিদেশে থাকলে দেশে এনে বিচার করা হবে

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে৷ তিনি বলেছেন, বিদেশে পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদেরও দেশে এনে বিচার করা হবে৷ আইনমন্ত্রী বলেছেন, এখন যাদের বিচার হচ্ছে তারা অপরাধী বলেই বিচার হচ্ছে৷ ৭১-এর মানবতাবিরোধী বিচারে কোন দীর্ঘসূত্রিতা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি৷

২০১৩ সালের মধ্যে স্কাউটদের সংখ্যা ১৫ লাখে উন্নীত করা হবে: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কাউটদের সংখ্যা ও গুণগতমান বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন৷ তিনি বলেছেন, ২০১৩ সালের মধ্যে দেশে স্কাউটদের সংখ্যা ১৫ লাখে উন্নীত করা হবে৷ দেশে বর্তমানে স্কাউটের সংখ্যা মাত্র ১০ লাখ৷ স্কাউটদের শাপলা কাব এওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা আরও বলেন, স্কাউটিং একজন তরুণকে সব ধরনের পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার পাশাপাশি মানব দরদী হতে শেখায়৷

২৯ জুলাই ঘোষণা করা হবে শ্রমিকদের জন্যে ন্যূনতম মজুরি কাঠামো

পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম তিন হাজার টাকা মজুরি নির্ধারণ সম্পর্কিত গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অস্বীকার করেছেন৷ তিনি বলেছেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্যে ন্যূনতম মজুরি কাঠামো আগামী ২৯ জুলাই, বৃহস্পতিবার ঘোষণা করা হবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই