1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

১০ জুন ২০২১

৭৭ বছর বয়সে মৃত্যু হলো বুদ্ধদেব দাশগুপ্তের। কিডনির অসুখে ভুগছিলেন।

https://p.dw.com/p/3ugoV
Indien Der legendäre bengalische Filmemacher und Dichter Buddhadeb Dasgupta starb heute Morgen
চলে গেলেন বুদ্ধদেব দাশগুপ্ত।ছবি: Privat

চলে গেলেন চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই মৃত্যু হয় তার। বয়স হয়েছিল ৭৭ বছর।

বেশ কিছুদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ডায়েলেসিস চলছিল। বার্ধক্যজনিত শারীরিক সমস্যাও ছিল। বৃহস্পতিবার সকালে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।

পরিচালকের মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেবের পরিবার, পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুদ্ধদেব দাশগুপ্ত বরাবরই বামপন্থি। তার একাধিক ছবিতে উঠে এসেছে বামপন্থি চেতনা। 'তাহাদের কথা', 'উত্তরা', 'স্বপ্নের দিন' তার তৈরি উল্লেখযোগ্য সিনেমা। একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। পেয়েছেন বিদেশের পুরস্কারও।

সিনেমার পাশাপাশি সাহিত্যেও তার অবদান আছে। কবি বুদ্ধদেব দাশগুপ্তও নজর কেড়েছিলেন পাঠক মহলে। তার লেখা বিখ্যাত কবিতার বই 'রোবটের গান'।

বুদ্ধদেবের ছোটবেলা কেটেছে পুরুলিয়ায়। ছবি বানানোর জন্য বারবার তিনি ফিরে গেছেন পুরুলিয়ার ল্যান্ডস্কেপে। আড্ডায় বার বার পুরুলিয়ার কথা টেনে আনতেন।

মৃত্যুর কিছুদিন আগেও একটি সিনেমার স্ক্রিপ্ট লিখছিলেন তিনি। এক নারী গোয়েন্দার কাহিনি। অসম্পূর্ণ থেকে গেল সেই স্ক্রিপ্ট।

এসজি/জিএইচ(পিটিআই)