1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেসিডেন্টকে গাধার সাথে তুলনা!

১৮ সেপ্টেম্বর ২০১৮

ভেনিজুয়েলার এক দমকল কার্যালয়ে হঠাৎ করেই ঢুকে পড়ে এক গাধা৷ আর সেই গাধাকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে তুলনা করে ভিডিও করেন দুই দমকলকর্মী৷

https://p.dw.com/p/353Hm
Traditionelle Eselrennen von Tribunj
ছবি: picture-alliance/PIXSELL/D. Jaramaz

গাধা যখন দমকল অফিসে ঢুকছিল, তখন ভিডিও গ্রহণকারীকে বলতে শোনা যায়, ‘‘প্রেসিডেন্ট আমাদের দেখতে এসেছেন৷'' গাধাটিকে এরপর পুরো অফিসে ঘুরিয়ে আনা হয়৷

পুরো সময়টাই নানা কথায় মজার মজার ধারাভাষ্য দিচ্ছিলেন সেই দমকলকর্মী৷ এক পর্যায়ে তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট মাবুরো পুরো কার্যালয় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন৷''

সমাজতন্ত্রী নিকোলাস মাদুরোর বিরোধীরা প্রায়ই তাঁকে ‘মাবুরো' বলে আখ্যা দেন৷ গাধাকে স্প্যানিশ ভাষায় ‘বুরো' বলা হয়ে থাকে৷

এই ভিডিও অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে৷ এর পরপরই দমকলকর্মী রিকার্ডো প্রিয়েটো এবং কার্লোস ভারোনেনকে গ্রেপ্তার করে পুলিশ৷ এঁদের দুজনই অন্তত দশ বছর ধরে দেশটির ফায়ার সার্ভিসে চাকরি করছেন৷

তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা জানা যায়নি৷ তবে গত বছর মাদুরোর অনুগত আইনপ্রণেতারা ঘৃণা ছড়ানো রোধে পার্লামেন্টে একটি নতুন আইন পাস করেছেন৷ এই আইনে সর্বোচ্চ শাস্তি ২০ বছরের কারাদণ্ড৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য