1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রিয় কুকুরকে ড্রিবলিং শেখাচ্ছেন মেসি!

২ আগস্ট ২০১৮

পায়ের কারুকাজ আর বলের অসাধারণ নিয়ন্ত্রণের কারণে ফুটবলবিশ্বে জাদুকর নামে পরিচিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি৷ বিশ্বকাপের পরে বেশ ক'বার ‘গোল্ডেন বল' জেতা এ তারকাকে দেখা গেল নিজের প্রিয় কুকুরকে ফুটবলের কলাকৌশল শেখাতে৷

https://p.dw.com/p/32UCR
FIFA Fußball-WM 2018 | Achtelfinale | Frankreich vs. Argentinien | Messi Enttäuschung
ছবি: Reuters/D. Martinez

স্ত্রী আন্তোনেয়া রোকুৎসোর সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা এক ভিডিতে এ তারকাকে দেখা গেছে বল পায়ে ড্রিবলিং করতে৷ তবে প্রতিপক্ষ নয়, নিজের পোষা কুকুরটির সাথে৷ আর মনযোগী ছাত্র হিসেবে কুকুরটিও ধাওয়া করছে বলটিকে, যেন শিখে নিতে চাইছে বল পায়ে প্রতিপক্ষকে পরাভূত করার কৌশল৷ কিন্তু কুকুরটি কি জানে, ফটবলের এ সুনিপূণ কৌশল তাকে শেখাচ্ছে একজন মহাতারকা ফুটবলার?

ইন্সটাগ্রামে ৩১আগস্ট পোস্ট করা এ ভিডিওটি ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে দর্শকদের৷ দু'দিনে ৪.৮ মিলিয়ন দর্শক দেখেছেন ভিডিওটি৷ সেই সাথে ১.৩ মিলিয়ন ‘লাইক' ও ২৫ হাজার কমেন্ট পেয়েছে এটি৷ আর লাইক, কমেন্ট-এর সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে৷

ভিডিওটি শেয়ার হচ্ছে ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও৷

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরা এ ভিডিওটি নিয়ে কেউ কেউ রসকতা করতেও ভোলেননি৷ এক রসিক দর্শকের মন্তব্য করেন, ‘‘হুম, মেসির আসল রহস্য উন্মোচিত হলো এবার৷ আমারও একটি কুকুর চাই৷''

আরআর/ডিজি 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান