1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়েছেন : জাতিসংঘ

২৪ মে ২০২৪

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত বাড়তে থাকায় প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা পালাতে বাধ্য হয়েছেন বলে শুক্রবার সতর্ক করে দিয়েছে জাতিসংঘ৷ তাদেরকে হত্যা ও তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি৷

https://p.dw.com/p/4gF00
রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে টহলরত বিজিবি এবং কোস্টগার্ড
রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে প্রায়ই টহল দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং কোস্টগার্ড।ছবি: Arafatul Islam/DW

‘‘বুথিদং ও মংদু শহরে সংঘাতের কারণে গত কয়েকদিনে হাজার হাজার সাধারণ নাগরিক ঘরছাড়া হয়েছেন,'' বলে জেনেভায় সাংবাদিকদের জানান জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ থ্রসেল৷

তিনি বলেন, ‘‘নিরাপত্তার খোঁজে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের কাছে নাফ নদী এলাকায় পালিয়ে গেছে৷''

নভেম্বরে জান্তা সরকারের বাহিনীর উপর আরাকান আর্মি বা এএ হামলা করলে রাখাইনে সংঘাত শুরু হয়৷

এএ বলছে, তারা রাখাইনে রোহিঙ্গাদের জন্য আরও স্বায়ত্তশাসনের জন্য লড়ছে৷

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সামরিক বাহিনী অভিযান শুরু করলে অনেক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে যান৷ ‘‘ইতিমধ্যে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আছেন,'' বলে জানান থ্রসেল৷

রাখাইনে সংঘর্ষ আরও বাড়ার আশঙ্কা করছেন তিনি৷

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফল্কা টুর্ক বাংলাদেশসহ অন্য দেশগুলোকে আন্তর্জাতিক আইন অনুসারে ‘যারা সুরক্ষা খুঁজছেন তাদের তা দেওয়ার' অনুরোধ করেছেন৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য