1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রায় অনন্তকাল ভেসে থাকতে পারে বেলুন-ড্রোন

৫ অক্টোবর ২০২১

একের পর এক ক্ষেত্রে ড্রোনের ব্যবহার বেড়ে চলেছে৷ তবে গোলযোগ দেখা দিলেই সেই যন্ত্র মাথার উপর পড়ার ভয় রয়েছে৷ জার্মানির এক কোম্পানি বেলুনের সাহায্যে ড্রোনকে আরও নিরাপদ এবং প্রায় অনন্তকালের জন্য ভাসিয়ে রাখার উদ্যোগ নিচ্ছে৷

https://p.dw.com/p/41HAj
ছবি: DW

ড্রোন নিরাপদ করছে বেলুন

ভাসমান ক্যামেরা দিয়ে গির্জার উপরের অংশে ফ্রেসকোর ছবি তোলা হচ্ছে৷ ফলে রেস্টোরেশন বা পুনরুদ্ধারের কাজের প্রস্তুতির জন্য আর খাঁচা বসিয়ে ছবি তোলার প্রয়োজন নেই৷ বেলুনযুক্ত ড্রোন ক্যামেরাই সেই কাজ করে দিচ্ছে৷ বেলুন না থাকলে ড্রোনের একটা অসুবিধা হতো৷ মনে হতে পারে, এমন দৃশ্য দেখলে যিশু কী বলতেন? 

ড্রোন নিরাপদ করছে বেলুন

হিলিয়াম ড্রোন ডেভেলপার হিসেবে সাবা সিঙার বলেন, ‘‘প্রচলিত ড্রোন আরও বেশি শব্দ করে, বড়জোর ১০ থেকে ২০ মিনিট টানা উড়তে পারে৷ কোনো ভুলত্রুটি দেখা দিলেই পাথরের মতো ড্রোন নীচে পড়ে যায়৷ দুই থেকে তিন কিলো ওজন৷ গোটা বিশ্বে আমাদের এই ড্রোনেরই শুধু মানুষের মাথার উপর দিয়ে ওড়ার অনুমতি রয়েছে, তবে মানুষের ভিড়ের উপর নয়৷''

ড্রোনের জন্য হিলিয়াম গ্যাসই সঠিক সমাধানসূত্র বলে মনে হচ্ছে৷ সেটির সাহায্যে ড্রোন প্রায় বিরামহীনভাবে সুড়ঙ্গের মধ্য দিয়ে উড়তে পারে, নির্মাণের জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে পারে বা বাণিজ্যমেলার ভারচুয়াল ট্যুরের ব্যবস্থা করতে পারে৷ মোটকথা বোঝা কম থাকলেই এর প্রয়োগ সম্ভব৷

এমন যুগান্তকারী প্রযুক্তির দৌলতে এমনকি স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত বেলুন পাঠানো সম্ভব৷ ফলে স্যাটেলাইটের বিকল্প হয়ে উঠতে পারে এমন ড্রোন৷

জার্মানির বাডেন বাডেন শহরে এই প্রযুক্তি সৃষ্টি করা হয়েছে৷ শহরের কেন্দ্রস্থলে একটি ফ্ল্যাটের মধ্যে কোম্পানির সদর দফতর৷ কর্ণধার হিসেবে সাবা সিঙারের কাছে সিলিংই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ 

গোটা বিশ্বের ইঞ্জিনিয়ারদের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেন৷ করোনা সংকটের আগে থেকেই তিনি দূরের বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতার পথ বেছে নিয়েছেন৷ বড় বিনিয়োগকারীরাও এই উদ্যোগে অর্থ ঢালতে প্রস্তুত৷ তবে সিঙার অপচয় কমাতে ব্যস্ত৷ দফতরের দেওয়ালে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রশংসাপত্র শোভা পাচ্ছে, যা এই উদ্যোগের জন্য জরুরি৷ সাবা সিঙার মনে করেন, ‘‘এমন স্বীকৃতি অত্যন্ত জরুরি৷ তবে শিল্প প্রক্রিয়ায় সহায়তা করা, বাড়তি কার্যকারিতা ও আর্থিক সাশ্রয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ৷ এমন প্রযুক্তি যা বাড়তি সুবিধা এনে দেয়৷''

সিঙার সবার আগে নিজের ড্রোনগুলিকে প্রায় অনন্তকালের জন্য ওড়ার উপযোগী করে তুলতে চান৷ সকালেই বেলুন-ড্রোনের জন্য বিশেষভাবে তৈরি সৌর প্যানেল এসে পৌঁছেছে, যার সাহায্যে এমন অসাধ্যসাধন করা হয়তো সম্ভব হবে৷

সিঙার বাকি ড্রোন প্রস্তুতকারকদের কার্যকলাপের উপরেও নজর রাখেন৷ তার মতে, প্রতিযোগিতা সত্ত্বেও এই ক্ষেত্রে পারস্পরিক ঈর্ষা দেখা যায় না৷ সবাই মানবজাতির জন্য আকাশকে নতুন করে এবং পরিবেশবান্ধব উপায়ে জয় করার গর্ব অনুভব করে৷ সাবা বলেন, ‘‘ডিজিটাল পর্যটনও এ ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে৷ যেমন ইতিহাস বা স্থাপত্যের কোনো ছাত্র অর্ধেক বিশ্ব না ঘুরেই যদি প্যারিসের নোত্র দাম বা অন্য কোনো ক্যাথিড্রাল ভালো করে দেখার সুযোগ পায়, তাহলে মন্দ কী?''

বাডেন বাডেন শহরের গির্জার ছাদের নীচে হিলিয়াম ড্রোন ধীর গতিতে উড়তে থাকলে যিশু হয়তো খুশি হবেন৷ কোনো ব্যস্ততা ছাড়াই স্বাভাবিক ছন্দের সঙ্গে মানিয়ে নিয়ে সেটি উড়তে পারে৷ সহজেই সেই ড্রোনকে নীচে নামিয়ে আনা যায়৷

হলগার সেসাক/এসবি