1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রান্তিক মহিলাদের কথা জানায় ‘রাবণ’

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৭ সেপ্টেম্বর ২০১৮

বর্তমানে উত্তর ২৪ পরগণার বাসিন্দা হলেও আদতে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামের মেয়ে৷ স্কুলে পড়ার সময়েই দেখেছেন সতীর্থদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া, একাধিক সন্তানের মা হওয়া এবং শেষ পর্যন্ত নানা অবিচারের শিকার হওয়া৷

https://p.dw.com/p/350i5

বয়স বাড়লেও, গ্রাম ছেড়ে শহরে চলে এলেও স্মৃতিতে রয়ে গেল সেই সব মেয়ের কথা৷ সুযোগ পেয়েই শুরু করলেন সেই সব প্রত্যন্ত গ্রামের মেয়েদের আত্মকথা প্রকাশ করা৷ তাঁর সম্পাদনায় নিয়মিত প্রকাশ হছে ‘রাবণ’ শীর্ষক আত্মকথা ষাণ্মাসিক, যা প্রান্তিক মহিলাদের কাছে এখন এক উজ্জ্বল প্রেরণা বিশেষ৷