1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণের বিনিময়ে তামা কারখানা বন্ধ হলো ভারতে

৫ জুন ২০১৮

পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তামিলনাড়ুর তামার কারখানা৷ পরিবেশের পক্ষে আন্দোলনকারীরা জিতলেন ঠিকই৷ কিন্তু এর জন্য হারাতে হলো অনেক প্রাণ!

https://p.dw.com/p/2yv68
ছবি: picture-alliance/AP Photo/A. Rahi

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রতিবাদীরাই জিতলেন৷ নিয়ন্ত্রক সংস্থার দ্বারা অবশেষে স্টারলাইট তামার কারখানা বন্ধ হলো৷ দীর্ঘদিন ধরে চলা এই লড়াইয়ে জেতার পর আবেগে ভাসলেন প্রতিবাদীরা৷ ফতিমা বাবু স্টারলাইট তামা কারখানার বিরুদ্ধে ২৩ বছর ধরে লড়েছেন৷ তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘‘আমরা জিতেছি৷''

তুতুকুন্ডি বন্দরে অবস্থিত এই তামার কারখানার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই  পরিবেশ দূষণের অভিযোগ ছিল৷ তামিলনাড়ু সরকার জনগণের স্বার্থে স্থানীয় দূষণ পর্ষদকে এই কারখানা পাকাপাকিভাবে বন্ধের নির্দেশ দেয়৷ সংস্থার সিইও পি রামনাথ জানান, আদালতে সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হবে৷

কিন্তু জয় কেবল জয়ের আনন্দেই সীমাবদ্ধ থাকেনি৷ অনেক প্রাণের বিনিময়ে পাওয়া এই জয় নিয়ে অন্যান্য প্রতিবাদীরা খুশি হতে পারেননি৷ বছর ৩০-এর মালতী জানিয়েছেন, ‘‘আজ এই পর্যায়ে পৌঁছাতে অনেক প্রাণ খোয়াতে হয়েছে৷''

অনেকদিন ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলনের পর ২২ মে হাজার হাজার প্রতিবাদী কারখানা বন্ধের দাবি জানায়৷ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের পরও মিছিলে পুলিশ গুলি চালায় এই আন্দোলনকারীদের ওপর৷ এতে ১৩ জনের মৃত্যু ঘটে এবং ৪০-এর বেশি মানুষ আহত হয়৷

দূষণের ইতিহাস

এই বিতর্কে নজর দিতে গেলে ফিরে দেখতে হবে ১৯৯৬ সালে৷ বেদান্ত গোষ্ঠীর এই কারখানাতে তামা উত্তোলিত, বিগলিত এবং পরিশোধিত হত৷ পরিবেশ মন্ত্রক থেকে তার জন্য ছাড়পত্রও মেলে৷ লোকালয় থেকে এই কারখানার দূরত্ব ১৪ কিলোমিটার ৷ কিন্তু আইনি মতে এটা আরও বেশি হওয়া উচিত৷

পরিবেশে কারখানার প্রভাবকে অস্বীকার করছিলেন কারখানার মালিকগোষ্ঠী৷ তার পাশাপাশি ক্রমাগত পরিবর্তিত প্রয়োগনীতি সমস্যা বাড়াচ্ছিল৷

কারখানার চারপাশের ভূগর্ভস্থ জলের স্তরে তামা, সীসা, ক্যাডমিয়াম,  আর্সেনিক, ক্লোরাইডএবং ফ্লুওরাইডের মতো ভারী ধাতুর সন্ধান পাওয়া যাচ্ছিল৷ দূষণ পর্ষদ তখনই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়৷কারখানা বন্ধও হয়, কিন্তু মাত্র কয়েকদিনের জন্য৷  

  ব্যর্থতা

পরিবেশগত নিয়মনীতি মেনে চলতে কারখানার অসহযোগিতা লক্ষ্য করা গিয়েছে৷ সেটা নজরদারি করার জন্য সরকারের তরফে একটি কমিটিও গঠিত হয়৷ এই কমিটির প্রধান থিয়াগজরাজন জানান, একটা রাসায়নিক কারখানার জন্য তামিলনাড়ু উপযুক্ত ছিল না৷ তার সঙ্গে পরিবেশ সংক্রান্ত অসহযোগিতা তো ছিলই, তাই বাধ্য হয়ে তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে এই পদক্ষেপ নিতে হয়৷

২০০৪ সালে গ্যাস লিকের মত ঘটনাও এখানে ঘটে৷ কারখানা বন্ধের চেষ্টা হলেও তা কার্যকর হয়নি৷ ২০০৬ সালে তিরুনেলভেলি মেডিকেল কলেজের রিপোর্ট থেকে জানা যায়, ফ্যারানজাইটিস, সিনুসাইটিস এবং হাঁপানির মতো রোগ এই অঞ্চলে বাড়ছে৷ কারখানার গ্যাসের জন্যই এই রোগগুলি বৃদ্ধি পায় বলে রিপোর্টে জানা গিয়েছে৷ কারখানার আশেপাশে হিস্টেরেক্টমি, পিরিয়ডে সমস্যা এবং মিসক্যারিজের পরিমাণও বাড়ছিল৷ ২০১৩ তে তামিলনাড়ুর প্রধান আদালত স্টারলাইট কারখানাকে জল ও মাটি দূষণের ক্ষতিপূরণ হিসেবে ১৫ মিলিয়ন ডলার দিতে বলে৷ জানা যায়নি, তা দেওয়া হয়েছে কিনা৷

প্রতিবাদের মূল্য

পরিবেশের ক্ষতিসাধন করলেও স্টারলাইটের তা নিয়ে কোনো হেলদোল ছিল না৷ বরং স্টারলাইট নিজের আয়তন বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সঙ্গে উৎপাদনও বাড়িয়ে দিয়েছিল৷ ফলে জনতা ক্ষুব্ধ হয়৷

প্রতিবাদের অনেক মূল্য দিতে হয়েছে স্থানীয় মানুষদের৷ ওখানকার হাসপাতালে গেলেই তার নমুনা পাওয়া যাবে৷  লাঞ্ছনা, বুলেটের ক্ষত নিয়ে যারা ভর্তি তাদের মধ্যে অনেকের হাতও বাদ দিতে হয়েছে৷ মুখ্যমন্ত্রী ও পনিরসিলভম পুলিশি কাজের ক্ষতিপূরণে ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্যও করেন৷

কিন্তু আর্থিক সাহায্য দিয়ে সব পাওয়া যায় না৷ কেনান, যিনি তাঁর ডান হাত হারিয়েছেন, বলেন, ‘‘সারা জীবন তাঁকে এভাবেই চলতে হবে৷ টাকাই যথেষ্ট নয়৷ আমি টাকা চাই না৷ ডানহাত ফেরত চাই৷'' কিন্তু সেটা কি দেওয়া সম্ভব?

পিএস/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য