1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ জিতবে ঘানা?

২৪ মে ২০১৪

যে গ্রুপে আছে জার্মানি, পর্তুগাল আর যুক্তরাষ্ট্রের মতো দল, সেখান থেকে শুধু দ্বিতীয় পর্বে ওঠা নয়, বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখবে ঘানা৷ ঘানার প্রেসিডেন্ট জন মাহামা সে স্বপ্নই দেখাচ্ছেন৷ অবশ্য শুধু স্বপ্ন নয়, চলছে প্রস্তুতিও৷

https://p.dw.com/p/1C5HJ
কেভিন-প্রিন্স বোয়াটেংছবি: picture-alliance/dpa

বিশ্বকাপের জন্য প্রাথমিক দল গঠন করা হয়েছে৷ আগামী ২রা জুনের আগে ২৬ জনের দল থেকে তিন জন ছেঁটে গড়তে হবে চূড়ান্ত স্কোয়াড৷ ঘানার কোচ জেমস কোয়েসি আপিয়া-র জন্য কাজটা খুব কঠিন নয়৷ তবে প্রেসিডেন্ট মাহামা তাঁকে খুব কঠিন লক্ষ্য স্থির করে দিয়েছেন৷ আপিয়াকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন জন মাহামা৷ খাওয়া-দাওয়ার এক ফাঁকে কোচকে বিশ্বজয়ের মন্ত্রও শুনিয়েছেন তিনি, বলেছেন ‘‘আশা করছি, এবার আপনারা দেশের জন্য আরো প্রাণপণ লড়বেন৷''

Präsident John Dramani Mahama nach Wahl Ghana
ঘানার প্রেসিডেন্ট জন মাহামাছবি: picture-alliance/dpa

২০১০ বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল ঘানা৷ ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথম সুযোগেই উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে৷ দেশের সম্মান আরো বাড়াতে কেভিন-প্রিন্স বোয়াটেং, মাইকেল অ্যাসিয়েনদের কাছ থেকে এবার কী প্রত্যাশা করছেন মাহামা?

জাতীয় দলের কোচের কাছে নিজের প্রত্যাশার কথা খোলাখুলিই বলেছেন, ‘‘আমরা আশা এবং প্রার্থনা করি, প্রথমবারের মতো বিশ্বকাপ জিতুক ঘানা৷'' কিন্তু বিশ্বকাপে গ্রুপ ‘জি'-তে জার্মানি, পর্তুগাল আর যুক্তরাষ্ট্র রয়েছে৷ বিশ্বকাপ জেতা তো দূরের কথা, এমন তিনটি দলের দুটিকে টপকে দ্বিতীয় পর্বে ওঠাও কি খুব কঠিন নয়?

তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল পর্তুগাল এবং অঘটনঘটনপটিয়সী যুক্তরাষ্ট্রকে ছোট করে দেখছেন না জন মাহামা৷ বরং সব প্রতিপক্ষকে সমীহ করেই নিজের দেশের জন্য রাখছেন সেরা শুভকামনা৷

ঘানার প্রেসিডেন্ট বলেছেন, ‘‘এটা (বিশ্বকাপ জেতা) যে সম্ভব তা আমাদের বিশ্বাস করতে হবে৷ আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি, তবে ভয় করি না৷ যুক্তরাষ্ট্র, পর্তুগাল এবং জার্মানির অর্জনের কথা আমরা জানি৷ তাদের সমীহও করি৷ কিন্তু্ এ বিষয়ে আমি নিশ্চিত যে, অতীত অর্জনের কথা মনে রেখে এবার ওরাও আমাদের অনেক বেশি সমীহ করবে৷''

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য