1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘১৯১৭' জিতল গোল্ডেন গ্লোব

৬ জানুয়ারি ২০২০

‘জোকার', ‘ম্যারেজ স্টোরি' কিংবা ‘দ্য আইরিশম্যান' নয়, এ বছর গোল্ডেন গ্লোবের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে প্রথম বিশ্বযুদ্ধের ওপর নির্মিত ছবি ‘১৯১৭'৷ পরিচালক স্যাম মেন্ডেস একইসঙ্গে জিতেছেন সেরা নির্মাতার পুরস্কারটিও৷

https://p.dw.com/p/3VmpN
USA 77. Golden Globes | 1917
ছবি: Reuters/NBC Universal/P. Drinkwater

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে রোববার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে৷

‘‘এটা আমার জন্য বড় চমক,'' ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার হাতে বলেন ব্রিটিশ পরিচালক মেন্ডেস৷

তিনি লড়াইয়ে পেছনে ফেলেছেন সাড়া জাগানো ‘দ্য আইরিশম্যান' ও ‘ম্যারেজ স্টোরি'-কে৷ ড্রামা ক্যাটাগরিতে লড়াইয়ে ছিল ‘দ্য টু পোপস' ও ‘জোকার'৷

তবে জোকার ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে সাড়া জাগানো হোয়াকুইন ফিনিক্স ঠিকই জুটিয়ে নিয়েছেন ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার৷ আরেক মার্কিন অভিনেত্রী রিয়েনেই জেলেগার ড্রামা ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন৷ তিনি ‘জুডি' ছবিতে জুডি গারল্যান্ড চরিত্রে অভিনয় করেছেন৷

এদিকে, মিউজিক্যাল বা কমেডি ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছে কোয়েন্টিন ট্যারেন্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড'৷ এই ছবিতে অভিনয় করেছেন হলিউডের দুই মহাতারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও ব্রাড পিট৷ ব্রাড পিট সেরা সহশিল্পী ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন৷ ছবিটি সেরা চিত্রনাট্য ক্যাটাগরিতেও পুরস্কার পেয়েছে৷ জোকার ছবিটি সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কার জিতেছে, তবে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ‘রকেটম্যান' ছবির ‘লাভ মি অ্যাগেন' গানটি৷ এলটন জন ও বার্নি টাউপিন গেয়েছেন গানটি৷

এদিকে, ‘ফ্রোজেন-২' কে পেছনে অ্যানিমেশন ক্যাটাগরিতে এবারের গোল্ডেন গ্লোব জিতেছে ক্রিস বাটলারের ‘মিসিং লিঙ্ক' ছবিটি৷

প্রতিবছর হলিউডের বিদেশি সাংবাদিকদের সংগঠন ‘হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন' চলচ্চিত্র ও টিভিতে এই পুরস্কার দেয়৷ একে চলচ্চিত্রে অস্কার ও টিভিতে অ্যামি অ্যাওয়ার্ডের পরই মর্যাদা দেয়া হয়৷

জেডএ/কেএম (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য