1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম দিন ‘আত্মঘাতী’ বাংলাদেশ আর ওয়ারিকানের

৩ ফেব্রুয়ারি ২০২১

তামিম ইকবালের ব্যাট আর প্যাডের মাঝে যতটা ফাঁক ছিল দু' দলের ব্যবধান কি তার চেয়ে বেশি? চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ২৪২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলায় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না৷

https://p.dw.com/p/3opHb
তামিম ইকবালের ব্যাট আর বলের মাঝে যতটা ফাঁক ছিল দু' দলের ব্যবধান কি বেশি? চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ২৪২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলায় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

কেমার রোচের বেশ ভালো বলটাকে তামিম স্টাম্প খুঁজে পাওয়ার সুযোগ করে না দিলে, শান্ত রান আউট না হলে, কিংবা মুশফিক নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রিভিউটা নিলে হয়ত টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই অর্ধেক ব্যাটসম্যানকে হারাতে হতো না৷ অবশ্য এ ব্যর্থতায় অভিজ্ঞ তামিম, মুশফিকদের দায় যদি দিতেও হয়, অনভিজ্ঞ জোমেল আন্দ্রে ওয়ারিকানকে কৃতিত্বও দিতেই হবে৷ ৫৮ রানে ৩ উইকেট নিয়ে বাঁ হাতি এই স্পিনারই প্রথম দিনটাকে বাংলাদেশের হতে দেননি৷

অথচ রোচকে প্রথম বলেই সপাটে চার হাঁকিয়ে দিনের সূচনাটা ভালোই করেছিলেন সপ্তম টেস্ট খেলতে নামা সাদমান ইসলাম৷ কিন্তু দুই বাঁ হাতির ওপেনিং জুটি ভেঙে যায় নবম ওভারে৷ রোচের একটু অ্যাঙ্গুলার একটা ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্সিভ খেলতে গিয়েছিলেন তামিম৷ কিন্তু ব্যাট আর প্যাডের সামান্য ফাঁক বুঝিয়ে দিলো তামিমের ডিফেন্স আসলে লখিন্দরের ঘর৷ সুতরাং দলকে ২৩ রানে রেখে ১৫ বলে নয় রান করে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি হয়েই তামিম বোল্ড!

Cricket Bangladesch - West Indies
সাদমানকে আউট করার পর উদযাপনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররাছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

তামিমের মতোই ৬১ তম টেস্ট খেলতে নামা আন্দ্রে কেমার জামাল রোচ সারা দিনে আর উইকেটের দেখা পাননি৷

৯ রান করে মুশফিকুর রহিমকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান (৪ হাজার ৪১৪) করা ব্যাটটসম্যান হলেও সেই রেকর্ড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তামিম৷ ৬৯ বলে ৩৮ রান করে সেই রেকর্ড আবার ফিরিয়ে নেন মুশফিক৷

দলের যখন বড় একটা ইনিংস দরকার, তখনই মুশফিক৬৯ বলে ৩৮ রান করে ওয়ারিকানের বলে কর্নওয়ালকে ক্যাচ দেয়ায় রেকর্ড উদযাপনের চেয়ে শেষ বিকেলে বিপর্যয় এড়ানোর চিন্তাই বড় হয়ে উঠেছিল বাংলাদেশের কাছে৷ কারণ, তার আগে  নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মোমিনুল এবং সাদমানও ফিরে গেছেন সাজঘরে৷

সাদমান ১৫৪ বলে ৫৯ করলেও বাকি দুজন ফিফটির দেখা পাননি৷ বাঁহাতি নাজমুল হোসেন শান্ত করেছেন ২৫ আর অধিনায়ক মোমিনুল ২৬৷ এক রানে জীবন পাওয়া মোমিনুল সম্ভাবনা জাগিয়েও বড় ইনিংস খেলতে না পারার জন্য নিশ্চয়ই নিজেকে দুষবেন৷ তবে সাদমানের সম্ভাবনা ধংস করার জন্য মুশফিকও দায়ী৷ ওয়ারিকানের বলে আম্পায়ার এলবিডাব্লিউ দেয়ায় রিভিউয়ের জন্য মুশফিকের পরামর্শ চেয়েছিলেন সাদমান৷ সায় দেননি মুশফিক৷ পরে দেখা গেছে বল লেগস্টাম্প মিস করে যেতো৷

বাংলাদেশের বড় ইনিংস গড়ার আশা হয়ে অবশ্য দিন শেষে উইকেটে ছিলেন সাকিব আর লিটন৷ সাকিব অপরাজিত ৩৯ রানে আর লিটন ৩৪ রানে৷

এসিবি/কেএম (ক্রিকইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান