1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম আলো সম্পাদককে গ্রেপ্তারের আদেশ

১৬ জানুয়ারি ২০২০

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত৷ ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় এই আদেশ দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/3WIM6
Matiur Rahman Journalist in Bangladesh
ছবি: GNU/Faizul Latif Chowdhury

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সহসম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷ মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘মোহাম্মদপুর থানার পরিদর্শক আবদুল আলিম বৃহস্পতিবার সকালে ওই প্রতিবেদন জমা দেন৷ সেখানে বলা হয়, আবরারের মৃত্যুর ঘটনায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলা ছিল৷''

উল্লেখ্য গত এক নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলো৷ সেই অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হন নবম শ্রেণির ছাত্র আবরার রাহাত৷ মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷

এই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে৷ গত ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন রাহাতের বাবা মুজিবুর৷ বিডিনিউজ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মামলায় দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়, যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড৷

মামলায় বলা হয়েছে, সঠিকভাবে বিদ্যুতের ব্যবস্থাপনা না করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়নি৷ ঘটনার পর রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসের উল্টো পাশের সোহরাওয়ার্দী হাসপাতালে না নিয়ে রাহাতকে উদ্দেশ্যমূলকভাবে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷

এই বিষয়ে সেসময় কিশোর আলো কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা দেয় বলে উল্লেখ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ সেখানে বলা হয়েছে, অনুষ্ঠানের অংশীদার ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল৷ সেখানে তাদের একটি মেডিকেল ক্যাম্প ছিল৷ ওই ক্যাম্পের চিকিৎসকের পরামর্শেই রাহাতকে ইউনিভার্সেল হাসপাতালে পাঠানো হয়েছিল৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য