1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রত্যর্পণ চুক্তি

২৪ ফেব্রুয়ারি ২০১২

আজ নতুন দিল্লিতে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের আলোচনায় সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং প্রত্যর্পণ চুক্তি নিয়ে ব্যাপক মত বিনিময় হয়৷

https://p.dw.com/p/149bp
ছবি: AP

ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি বর্ষণ, নির্যাতন, ও জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করার লক্ষ্যে দুদেশের সীমান্ত ব্যবস্থাপনার মধ্যে নিবিড় সমন্বয় সাধনে কাজ করতে উভয় দেশ একমত৷ এজন্য দুদেশের পুলিশ, সীমান্ত নিরাপত্তা রক্ষী এবং আইন বলবৎকারী সংস্থাগুলি ঘনিষ্ঠ সহযোগিতার কথা বলা হয়৷

ভারতের তরফে সীমান্তে গুলিবর্ষণ ও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় বাংলাদেশের উদ্বেগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন৷ সংবাদ মাধ্যমকে তিনি বলেন, সীমান্তে যাতে গুলিবর্ষণের ঘটনা না ঘটে, সেবিষয়ে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করেছি৷ সীমান্ত নির্যাতনের ঘটনা যাতে পর্যায়ক্রমে শূন্যের কোটায় নামিয়ে আনা যায়, তার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে৷ পাশাপাশি তিনি এও বলেন যে, বাংলাদেশের মাটিতে ভারত-বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবেনা৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কখনো বিস্মৃত হবেনা বাংলাদেশের মানুষ৷

Sonia Gandhi in Dhaka
ঢাকায় সোনিয়া গান্ধীর সফর (ফাইল ছবি)ছবি: DW

উল্লেখ্য, গত ডিসেম্বরে এক বাংলাদেশি পাচারকারীকে নগ্ন করে অমানুষিক নির্যাতনের ভিডিও প্রচারিত হওয়ার পর তুমুল আলোড়ন সৃষ্টি হয় বাংলাদেশে৷

ভারতের বক্তব্য, সীমান্তে ঐ ধরণের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফকে সংযত থাকার নির্দেশ দেয়া হয়৷ কিন্তু তার সুযোগ নিতে শুরু করেছে চোরাচালানকারী ও অনুপ্রবেশকারীরা৷ এমনকি তাঁরা হামলা চালাতে শুরু করেছে বিএসএফের ওপর৷ সম্প্রতি বিএসএফের একজন হেড কনস্টেবল হামলায় মারা গেছে৷ দুদেশের মধ্যে ২০০০ হাজার কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া ভাঙ্গা ঘটনাও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে দিল্লির৷

উত্তরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম বলেন, আশা করি বকেয়া কিছু ইস্যুর সমাধান হয়ে যাবে৷ সুসম্পর্ক একটা ধারাবাহিক প্রক্রিয়া৷ অগ্র পদক্ষেপের সঙ্গে সঙ্গে একযোগে কাজ করার সুযোগ বাড়বে৷

প্রতিনিধি স্তরে আলোচনার আগে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা একক বৈঠক করেন৷ তার আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সি-এর সঙ্গে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য