‘প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক’ | পাঠক ভাবনা | DW | 13.12.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক’

ই-মেলে, মাদারীপুরের শ্রোতাবন্ধু মোঃ রাসেল সিকদার লিখেছেন, ১২ তারিখ দিনের শুরু করলাম ডয়চে ভেলেকে সাথে নিয়ে৷ সকালের অনুষ্ঠান থেকে জানতে পারলাম হরতালের সময় ঢাকায় জার্মানির স্থপতি আনা হেরিংগার গাড়িতে আগুন দেওয়া হয়েছে৷

এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ এটা আমাদের জন্য খুবই দুংখজনক৷ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের সম্মান নিয়ে খেলা করার অধিকার কারোরই নেই৷ এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হওয়া উচিত৷

নতুন দিল্লি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন এভাবে - কলা, সাহিত্য, বিজ্ঞান, সংগীত, নাচ সহ বিভিন্ন ধরণের সংস্কৃতি নানাভাবে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে যা কিনা ‘হায়ার লেভেলস অফ ইনার রিফাইনমেন্ট অফ এ হিউম্যান বিং'৷ সংস্কৃতি মানুষকে সভ্যতার আলোকে আলোকিত করে৷ তেমনি ডয়চে ভেলে ‘সংস্কৃতি বিনোদন' বিষয়ক পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বের নানা প্রান্তের সংস্কৃতির খবর তুলে ধরে আমাদের মনকে পরিশুদ্ধ করে সভ্যতার আলোকে আলোকিত করছে৷ তথ্যসমৃদ্ধ সুন্দর সুন্দর পরিবেশনার জন্য ধন্যবাদও দিয়েছেন তিনি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন