1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন প্যারালিম্পিক্স

৪ সেপ্টেম্বর ২০১২

অস্কার পিস্টোরিয়াস টি ৪৪ ২০০ মিটার ফাইনালে জিততে না পেরে প্রতিদ্বন্দ্বী অ্যালান অলিভেরার প্রস্থেটিক পা'এর দৈর্ঘ্য নিয়ে প্রশ্ন তুলেছেন৷ প্যারালিম্পিক্সে প্রযুক্তির স্থান এবং প্রতিবন্ধিতার মাত্রা নির্ধারণ নিয়ে বিতর্ক চলছে৷

https://p.dw.com/p/163J8
South Africa's Oscar Pistorius starts his men's 400m round 1 heats at the London 2012 Olympic Games at the Olympic Stadium August 4, 2012. REUTERS/Dylan Martinez (BRITAIN - Tags: OLYMPICS SPORT ATHLETICS TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

পিস্টোরিয়াস'কে প্রতিবন্ধী ক্রীড়ার তারকা বলা যেতে পারে৷ তিনি সাধারণ অলিম্পিকে যোগদানের জন্য যে সফল অভিযান চালিয়েছেন, তা'ও কিছুটা এর জন্য দায়ী বটে৷ বলতে কি, চার সপ্তাহ আগে লন্ডন অলিম্পিকে পিস্টোরিয়াসকে যে প্রস্থেসেস পরে দৌড়নোর অনুমতি দেওয়া হয়েছিল, তা পরেই তিনি এবারও মাঠে নেমেছিলেন৷ এবং প্রতিবন্ধী দৌড়ে যিনি ২০০ মিটারে গত ন'বছরে একবারও হারেননি, তিনি যে এবার ব্রাজিলের অলিভেরার কাছে হেরে দ্বিতীয় হবেন, এটা কেউই ভাবতে পারেনি, পিস্টোরিয়াস স্বয়ং তো নয়ই৷

তাহলে ঘটনাটা কী ঘটল? ঘটনাটা ঘটল এই যে, পিস্টোরিয়াসকে হঠাৎ অ-স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিদ্বন্দ্বীর দিকে পরোক্ষভাবে আঙুল তুলে বলতে শোনা গেল, ‘‘অন্য কয়েকজন প্রতিযোগীর পা'গুলো অবিশ্বাস্য রকম লম্বা ছিল৷ প্রতিযোগিতা ন্যায্য হয়নি৷ আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির নিয়মকানুন আছে, কিন্তু তা'তে অ্যাথলিটরা তাদের পা'গুলো অবিশ্বাস্য রকম উঁচু করতে পারে৷'' পিস্টোরিয়াস কথাগুলো বলেন ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশনে৷

Oscar Pistorius Leichtathlet
অভিযোগ উঠছে, অ্যাথলিটরা তাদের পা'গুলো অবিশ্বাস্য রকম উঁচু করতে পারেছবি: Reuters

উঁচু প্রস্থেটিক পা মানে অন্যায় সুবিধা৷ পিস্টোরিয়াস এককালে নিজেই হর্তাকর্তাদের বুঝিয়েছিলেন যে কার্বন-ফাইবার ব্লেড পরে দৌড়নোর ফলে তিনি সাধারণ অ্যাথলিটদের তুলনায় কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না৷ এখন তার মুখেই এই অভিযোগ৷ তবে কি ক্রীড়া সংগঠকরা ব্লেডের দৈর্ঘ্য নির্দিষ্ট করে দেবেন? কিন্তু অলিভেরা তাঁর উঁচু পা সত্ত্বেও ৯৮ বার পা ফেলে ২০০ মিটার দৌড়েছেন৷ পিস্টোরিয়াস সেখানে পা ফেলেছেন ৯২ বার৷ কাজেই অলিভেরা বড় বড় পা ফেলে জেতেন নি৷ এছাড়া পিস্টোরিয়াস নিজেও চাইলে আরো উঁচু পা ব্যবহার করতে পারতেন৷

সম্পর্কের হেরফের

ক্রীড়ার সঙ্গে প্রযুক্তির সঠিক সম্পর্ক নিয়ে সাঁতার, মোটর রেসিং, কোথায় বিতর্ক নেই? এই সুইমস্যুট নিষিদ্ধ করো তো ঐ ইঞ্জিন বেঁধে দাও৷ কাজেই প্রতিবন্ধী ক্রীড়াতেই বা সে বিপত্তি থাকবে না কেন? যেমন প্রতিবন্ধী ক্রীড়াতেও ডোপিং'এর ঘটনা ঘটেছে, ডোপিং টেস্ট আছে৷ হুইল চেয়ারের বসা অ্যাথলিটরা নাকি রক্তচাপ বাড়ানোর জন্য ওষুধ নেন৷ মানসিক প্রতিবন্ধী বলে নিজেদের ভাঁড়িয়ে এক স্পেনীয় বাস্কেটবল দল অ্যাটলান্টায় সোনা জেতার পর ১২ বছর ধরে মানসিক প্রতিবন্ধীদের প্যারালিম্পিক্সে যোগদানই বন্ধ ছিল৷

আর সবচেয়ে বড় বিতর্ক তো অ্যাথলিটদের ক্লাসিফিকেশন বা প্রতিবন্ধিতার মাত্রা ভাগ করা নিয়ে৷ এস সেভেন থেকে এস এইট বিভাগে নামিয়ে দিলেই পদক জেতার সম্ভাবনা কমে জেতে পারে৷ অন্যদিকে আবার প্যারালিম্পিক্সে পুরুষদের ১০০ মিটার সাঁতারে ১৫টা ফাইনাল হয়৷ এছাড়া এবার লন্ডন প্যারালিম্পিক্সে ঠাসবোঝাই স্টেডিয়াম প্রমাণ করেছে যে, প্রতিবন্ধী ক্রীড়া এখন মেনস্ট্রিম হয়ে পড়েছে৷ কাজেই স্বচ্ছতা এবং ন্যায্যতার দাবি তে উঠবেই৷

এসি / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য