1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রজাপতির বাণিজ্যিক দিক নিয়ে গবেষণা হচ্ছে বাংলাদেশে

৬ মার্চ ২০১১

প্রজাপতি গবেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন ডয়চে ভেলেকে জানিয়েছেন, প্রজাপতির মাধ্যমে সৌরশক্তি উৎপাদন সম্ভব৷

https://p.dw.com/p/10U5W
ছবি: AP

প্রচলিত সোলার প্যানেলের চেয়ে প্রজাপতির পাখনায় সৌর বিদ্যুত উৎপাদনের ক্ষমতা ১০ গুন বেশি৷ আর প্রজাপতি রফতানি করেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ড. মনোয়ার গড়ে তুলেছেন প্রজাপতি গার্ডেন৷ বাংলাদেশে ৩শ' প্রজাতির প্রজাপতির অধিকাংশই রয়েছে তার বাগানে৷ সেখানে প্রজাপতিদের কৃত্রিম প্রজননের ব্যবস্থা রয়েছে৷ আর তার ল্যাবরেটরিতে প্রজাপতিদের নিয়ে হয় গবেষণা৷ তিনি জানান, প্রজাপতি এখন আর শুধু নান্দনিক বিষয় নয়, এর রয়েছে বাণিজ্যিক দিক৷ বিশেষ করে সৌরশক্তি উৎপাদনে প্রজাপতি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে৷ কোরিয়া ও চীনে এর ব্যবহার শুরু হয়ে গেছে৷

ড. মনোয়ার বলেন, প্রজাপতির নিজেরও রয়েছে বাণিজ্যিক মূল্য৷ প্রজাপতি রফতানি এবং এর প্রদর্শনী বাগান করে প্রচুর অর্থ আয় সম্ভব৷ পৃথিবীর অনেক দেশেই তা হচ্ছে৷ আর প্রজাপতি পরিবেশ বিপর্যয়ের যেমন আগাম সংকেত দেয় তেমনি নিজেও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে৷

এদিকে প্রজাপতির মাধ্যমে জীবন রক্ষাকারী ওষুধ তৈরির গবেষণা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ ওই বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ বাশার এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন