1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকৃতির সুর প্রকৃতির মাঝেই পরিবেশন করেন যে সংগীতশিল্পী

২৭ নভেম্বর ২০২০

প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে সংগীতসৃষ্টি নতুন বিষয় নয়৷ কিন্তু এক ব্রিটিশ শিল্পী প্রকৃতি থেকে ধ্বনি সংগ্রহ করে প্রকৃতির জন্য সংগীত পরিবেশন করতে ভালবাসেন৷ পাখির ডাক থেকে শুরু করে প্রকৃতির অনেক শব্দ তাঁর সংগীতের উপাদান৷

https://p.dw.com/p/3ltaB
প্রতীকী ছবিছবি: Colourbox

কসমো শেলড্রেক প্রকৃতির মাঝে সংগীত পরিবেশন করেন৷  ব্রিটেনের এই সংগীতশিল্পী চলচ্চিত্র, নাটক ও নিজের কোম্পানির জন্য সংগীত রচনা করেন৷ ইংল্যান্ডের দক্ষিণে তাঁর ছোট স্টুডিওটি সৌরশক্তিতে চলে৷ মাত্র চার বছর বয়সে তিনি পিয়ানো বাজাতে শিখেছিলেন৷ এখন তিনি প্রায় ৩০টি বাদ্যযন্ত্র বাজাতে পারেন৷ নতুন অ্যালবামের জন্য তিনি পাখির ডাক নিয়ে পরীক্ষানিরীক্ষা করছেন৷ শেলড্রেক বলেন, ‘‘আমি ধ্বনিগুলি কেটেকুটে একটি স্যাম্পলারে এমনভাবে সাজাবো, যাতে রেকর্ড করা উপাদানগুলি দিয়ে একটা কোলাজ তৈরি করা যায়৷ এভাবে শেষে সংগীত সৃষ্টি করবো৷''

৩০ বছর বয়সি এই শিল্পী এরই মধ্যে হাজার হাজার শব্দ রেকর্ড করেছেন৷ সুযোগ পেলেই তিনি প্রকৃতির কোলে সাউন্ড শিকারে বেরিয়ে পড়েন৷ কসমো বলেন, ‘‘আমার কাছে প্রকৃতি জীবনের উৎসবের মতো৷ আমার একটি গানের শিরোনাম ‘লাইফ হ্যাজ আ প্যাশন ফর লিভিং'৷ সেটাই তো সত্যি, তাই না? শুধু কোনো প্রাকৃতিক পরিবেশে থাকলেই চারিদিকে সবসময়ে প্রাণের স্পন্দন টের পাওয়া যায়৷

কসমো শেলড্রেকের কাছে সংগীত আসলে কবিতার মতো জাদুময়৷ তিনি সর্বত্র সংগীত পৌঁছে দিচ্ছেন৷ প্রায় গোটা বিশ্বে তিনি কনসার্ট করেছেন৷ তবে প্রকৃতির কোলেই সংগীত পরিবেশন করতে তিনি সবচেয়ে পছন্দ করেন৷ নিজের আবেগ সম্পর্কে কসমো বলেন, ‘‘বাইরে বাজনা বাজাতে আমি খুব পছন্দ করি৷ মানুষের বদলে কোনো জায়গার জন্য সংগীত পরিবেশন করা আমার অন্যতম প্রিয় শখ৷ আমার মতে কোনো জায়গায় গিয়ে সেই জায়গার জন্য বাজানো একই রকম গুরুত্বপূর্ণ৷ প্রায়ই আমি কোনো জায়গায় গিয়ে সেখানকার শব্দ রেকর্ড করি৷ তারপর সেখানে ফিরে গিয়ে বাজাই৷ জায়গাও সংগীত শোনে বলে আমার বিশ্বাস৷ সেটা ভাবতে আমার ভালো লাগে৷ সেখানকার প্রাণিজগত সংগীত অবশ্যই শুনতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস৷’’

প্রকৃতির সৌন্দর্য ও সংগীত আবিষ্কার করতে হলে কসমো শেলড্রেক ও তাঁর সাউন্ড কোলাজ সাদর আমন্ত্রণ জানাচ্ছে৷

মাক্স মোডলার/এসবি

পাখির ডাক থেকে সংগীত রচনা!