‘প্রকৃত ধার্মিকরা হিজাব পরা নিয়ে মাথা ঘামায় না' | পাঠক ভাবনা | DW | 05.10.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘প্রকৃত ধার্মিকরা হিজাব পরা নিয়ে মাথা ঘামায় না'

সম্প্রতি ইরানের পুরুষরা হিজাব পরে নারীদের হিজাববিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে এক অভিনব প্রচারণা শুরু করেছেন৷ ডয়চে ভেলের ফেসবুকে তারই কিছু ছবি দেখে পাঠকদের অনেকে পুরুষদের হিজাব পরার পক্ষে, বিপক্ষে নানা মন্তব্য করেছেন৷

‘‘হিজাব হচ্ছে মুসলিম নারীদের কোরান নির্দেশিত পথ৷ হিজাব পুরুষের জন্য নয়৷'' পুরুষদের হিজাব পরা ছবি দেখে ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্য করেছেন পাঠক এসএম হান্নান৷

তবে পাঠক শুভ্র কিন্তু পুরোপুরি ভিন্ন মত পোষণ করেন৷ তিনি লিখেছেন, ‘‘আমাদের চোখ আর চরিত্র খারাপ বলেই আমরা হিজাবের পক্ষে কথা বলি, প্রকৃত ধার্মিকরা এসব নিয়ে মাথা ঘামায় না৷''

আর অন্যদিকে ইসলাম ধর্মে যে পুরুষদেরও পর্দা করার বিধান রয়েছে সে কথা সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন ফেসবুক বন্ধু আরিফুল হাসান সবুজ৷

‘‘অজ্ঞতা দিয়ে জ্ঞানের বিরুদ্ধে যুদ্ধে জেতা যায় না, বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় মাত্র''  এই মন্তব্য সাখাওয়াতের৷

আর ইরানের নারীদের হিজাববিরোধী আন্দোলনকে সমর্থন জানানো পুরুষদের ছবি প্রকাশ করায় ডয়চে ভেলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পাঠক আনোয়ার হোসেন লিটন৷

হোসেন চন্দনেরও অনেকটা আনোয়ার হোসেন লিটনের মতোই মনোভাব৷

তবে শিরিন তামান্না মনে করেন, যাদের চরিত্র খারাপ তারাই নাকি হিজাবের বিরোধিতা করে৷ তিনি জানান,  ইসলাম ধর্মে মেয়েদের সবচেয়ে বেশি সম্মান করা হয়েছে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন