1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোপ ষোড়ষ বেনেডিক্ট এর ওয়ার্স সফর

আবদুস সাত্তার২৫ মে ২০০৬

পোপ ষোড়ষ বেনেডিক্ট গতকাল পোল্যান্ডের রাজধানী ওয়ার্স পৌঁছেছেন৷ তাঁর পূর্বসূরী পোপ দ্বিতীয় জন পল এর মাতৃভূমি পোল্যান্ডে তিনি থাকবেন চারদিন৷

https://p.dw.com/p/DPrC
ছবি: AP

ওয়ার্স বিমানবন্দরে পৌঁছোলে পোপ ষোড়ষ বেনেডিক্টকে বিপুলভাবে অভ্যর্থনা জানানো হয়৷ সেখানে সমবেত বিমানবন্দর কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে পোলিশ ভাষায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমি আমার পূর্বসূরীর দেশে এসেছি তাঁর পদাংক অনুসরণের জন্য তাঁর জীবন সম্পর্কে আরো অনেক তথ্য জানতে৷ তিনি বলেন, তাঁর এই সফরটি শুধুমাত্র আবেগের সফর নয়, বিশ্বাসের সফর৷

রোম থেকে আলিটালিয়ার একটি বিমানে ওয়ার্স বিমানবন্দরে পৌঁছোলে পোপ বেনেডিক্টকে অভ্যর্থনা জানান চার্চ কর্মকর্তারা এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাখসিনস্কি৷

পোপ বেনেডিক্ট বলেন, আমি এখানে পোলিশ প্রজাতন্ত্রের মাটিতে আপনাদের মাঝে আসতে পেরে আনন্দিত৷ আমি আমার প্রিয় পূর্বসূরী-ঈশ্বরের দাস পোপ দ্বিতীয় জন পল এর দেশে আসতে চেয়েছিলাম একান্তভাবে এবং এখন এসেছি তাঁর দেশের জনসাধারণের মাঝে৷

হাজার হাজার পোলিশ নাগরিক ওয়ার্সোর রাস্তায় জড়ো হন পোপকে স্বাগত জানাতে ও তাঁকে এক নজর দেখতে৷ অনেকের হাতে ছিল ভ্যাটিকানের পতাকা৷ অনেকে কাঁদছিলেন এবং পোলিশ ভাষায় শ্লোগান দিচ্ছিলেন পোপ দীর্ঘজীবি হোন৷

পোপ ষোড়ষ বেনেডিক্ট ১৯৪৩ সালের ওয়ার্স ঘেটো বিদ্রোহের ইহুদী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ তাঁরা সাহসী কিন্তু ব্যর্থ লড়াই এ প্রাণ বিসর্জন দেন৷ উল্লেখ্য যে, তাঁরা বিদ্রোহ করেছিলেন দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাত্ সী দখলদারীর বিরুদ্ধে৷ এই কথাগুলো তিনি বলেন, সেন্ট জন্স ক্যাথেড্রালে৷ সেখানেই পোপ ষোড়ষ বেনেডিক্ট পোল্যান্ডের জনসাধারণের প্রতি আহ্বান জানান, দেশের কমিউনিস্ট অতীত থেকে সৃষ্ট ভেদাভেদ ভুলে যাওয়ার ৷

পোপ ষোড়ষ বেনেডিক্ট আজ ওয়ার্স এর কেন্দ্রীয় পিলসুডস্কি চত্বরে এক বিরাট উন্মুক্ত প্রার্থনা সভায় নেতৃত্ব দেবেন৷ এই সভায় আনুমানিক দশ লাখ ধর্মপ্রাণ মানুষ যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে৷

বিমানবন্দরে ইতালীয় ভাষায় দেওয়া এক বক্তৃতায় পোপ বেনেডিক্ট ওয়ারস এর পর তাঁর সফরসূচি সম্পর্কে জানান৷ তিনি বলেন, তিনি যাবেন জন পল যে সব গুরুত্বপূর্ণ স্থানে সময় কাটিয়েছেন এবং যাজকত্ব করেছেন সেখানে৷ তাঁর সফরের শেষ দিন তিনি যাবেন নাত্ সী মৃত্যু শিবির Auschwitz এ৷ পোল্যান্ডে যাওয়ার পথে বিমানে বেনেডিক্ট সাংবাদিকদের বলেন, আমি Auschwitz এ যাব প্রধানতঃ ক্যাথলিক হিসেবে, জার্মান হিসেবে নয়৷