1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইস্টার উদযাপন

১ এপ্রিল ২০১৩

পুরাতন ঐতিহ্য ও প্রথা ভঙ্গ করে নয়৷ বরং চিরাচরিত অনুষ্ঠানকে ব্যক্তিগত অনুভূতি এবং আচরণের মাধ্যমে একটা নতুন মাত্রা দিলেন নবনির্বাচিত পোপ৷

https://p.dw.com/p/187cm
ছবি: Reuters

ইস্টার রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স চত্বর ছিল ফুলে ফুলে ঢাকা: বসন্ত এসে পড়েছে বলে নয়, কেননা ইউরোপ এখনও এক সাইবিরিয়ান শৈত্যের কবলে৷ নেদারল্যান্ডসের ফ্লোরিস্টরা এই সব হলুদ ফরসিথিয়া, সাদা লিলি, হাল্কা বেগুনি আর গোলাপি রঙের আজালিয়া, রডোড্রেন্ডন ও উইস্টেরিয়া পাঠিয়েছে৷ পোপ তাঁর ভাষণে ওলন্দাজ ফুলব্যবসায়ীদের ধন্যবাদ জানাতে ভোলেননি৷

‘মাস' বা প্রার্থনাসভার পর পোপ ফ্রান্সিস তাঁর ছাদ-খোলা ‘‘পোপমোবাইল''-এ চড়ে সারা পৃথিবী থেকে আগত আড়াই লাখ মানুষের জনসমুদ্রে টহল দিতে বেরন৷ এবং এখানেই দেখা যায়, এ পোপের অনন্যতা কোথায়৷ একটানা হাস্যমুখ; কখনো কোলের শিশুদের চুম্বন করছেন, কখনো কচিকাঁচাদের মাথা চাপড়ে আদর করে দিচ্ছেন৷

Ostermesse Petersplatz Rom Segen Urbi et Orbi
পোপ ফ্রান্সিসছবি: AFP/Getty Images

কাছের মানুষ

জনতা এক প্রতিবন্ধী শিশুকে পোপের দিকে এগিয়ে দিতে পোপ তাকে চুম্বন করলেন৷ প্রতিবন্ধী ছেলেটি কোনোমতে একটি হাত তুলে পোপের গলা জড়িয়ে ধরার চেষ্টা করল৷ পোপ পরম সহিষ্ণুতায় সেজন্য অপেক্ষা করলেন৷ – আবার তার ঠিক উল্টোটা দেখা গেল যখন পোপের স্বদেশ আর্জেন্টিনা থেকে আসা এক ভক্ত পোপের দিকে তাঁর ফেবারিট ফুটবল টিম ‘স্যান লোরেঞ্জোর সন্ত'-দের একটা জার্সি এগিয়ে দিল৷ পোপ জার্সিটি তুলে ধরে দেখাতে ভুললেন না৷ সুদূর আর্জেন্টিনার সেই অনতিবিখ্যাত ফুটবল ক্লাবটির ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত হলো৷

সমব্যথী

সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে তাঁর ইস্টার ভাষণ দিলেন পোপ ফ্রান্সিস৷ প্রথা মতোই এসে পড়ল বিশ্ব রাজনীতির প্রসঙ্গ৷ আর রাজনীতি মানেই বিভিন্ন সংঘাত৷ ইসরায়েলি ও ফিলিস্তিনিদের প্রতি শান্তি আলাপ-আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানালেন পোপ, যাতে এই সংঘাত বন্ধ হতে পারে, যা ‘‘বড় বেশিদিন ধরে চলেছে''৷ এছাড়া সিরিয়ায় ‘‘রাজনৈতিক সমাধান'' এবং কোরিয়া উপদ্বীপে ‘‘সম্প্রীতির'' জন্যও প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস৷ নাইজিরিয়ায় জঙ্গিদের হাতে অপহৃত ফরাসি পর্যটকদের কথা স্মরণ করেছেন৷ নিন্দা করেছেন মানুষ পাচারের ব্যবসার, যা কিনা তাঁর ভাষায় ‘‘একবিংশ শতাব্দির সবচেয়ে ব্যাপক দাসপ্রথা''৷

Ostermesse Petersplatz Rom
বক্তব্য শুনতে হাজির অনুসারীরাছবি: Getty Images

স্বকীয়তা

ভ্যাটিকান ৬৫টি ভাষায় পোপের ইস্টার সম্ভাষণের যে তালিকা তৈরি করে দিয়েছিল, পোপ ফ্রান্সিস সেগুলো থেকে পড়েননি৷ পোপ নাকি ইটালিয়ান ভাষায় কথা বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন৷ ওদিকে সমবেত জনতার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পোপ মন থেকে যা বলবার বলেছেন, কোনো প্রম্পটিং-এর সাহায্য নেননি৷ পোপ ‘‘সারা বিশ্ব থেকে খ্রিষ্টান ধর্মের কেন্দ্রবিন্দু এই চত্বরে যারা এসেছেন'', তাদের সম্ভাষণ জানান, এবং সেই সঙ্গে যারা ‘‘আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত'', অর্থাৎ বেতার-টেলিভিশনের শ্রোতা ও দর্শক এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা৷

দারিদ্র্য, বিনয়, সৌজন্য

পোপ ফ্রান্সিস-এর জীবন, তাঁর কর্মধারা, এমনকি পোপ হিসেবে সন্ত ফ্রান্সিসের নাম ধারণ, এ সবই ফুটে ওঠে যখন পোপ বিশেষ করে ‘‘যারা সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে দরিদ্র'', তাদের কথা স্মরণ করেন৷

ইস্টারের পর পোপ ফ্রান্সিস ছুটি কাটাতে কাস্টেল গ্যানল্ফো-তে যাবেন না: ভ্যাটিকানের গ্রীষ্মকালীন প্রাসাদটি রোমের দক্ষিণ-পূর্বের পাহাড়ি এলাকায় অবস্থিত৷ হয়ত এই কারণেই যাবেন না কেননা আরেক পোপ সেখানে অবস্থান করছেন: পোপ ফ্রান্সিসের পূর্বসুরী পোপ ষোড়শ বেনেডিক্ট৷

আর এই দু'টি কারণ মেলালে বোঝা যায়, পোপ ফ্রান্সিস কেন পোপেদের খাসমহল অ্যাপস্টলিক প্যালেসে না থেকে ভ্যাটিকানের হোটেলে থাকছেন, যেখানে পোপ নির্বাচনের সময় কার্ডিনালদের রাখা হয়েছিল৷

পোপ ফ্রান্সিস আড়ম্বর পছন্দ করেন না৷ পছন্দ করেন মানবিক সৌজন্য, সান্নিধ্য ও ঊষ্ণতা৷

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য