1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হিটলার’ আর লেনিনের লড়াই

২৬ সেপ্টেম্বর ২০১৮

পেরুর একটি শহরের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিহাসের দুই বিখ্যাত ব্যক্তির নামধারী দুজন৷ রুশ বিপ্লবের নায়ক লেনিনের নামধারীর সঙ্গে ভোটে জিততে হিটলার নামের প্রার্থী বলছেন, তিনি ‘ভালো হিটলার'৷

https://p.dw.com/p/35XlP
Peru Carhuaz
ছবি: Imago/ZUMA Press

মেয়র পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন হিটলার আলবা৷ নির্বাচনী প্রচারে ‘ভুয়েলভে এল মেজর' (সেরা প্রত্যাবর্তন) স্লোগানের মধ্য দিয়ে ইউনগার শহরে সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি৷ ৭ অক্টোবর সেখানে ভোট হবে৷ 

হিটলার আরপিপি সম্প্রচারমাধ্যমকে বলেন, ‘‘আমি সব সময় ভালো এবং লোকজনও আমাকে চেনে৷ আমি ভালো হিটলার৷''

মধ্যপন্থি সমোস পেরু পার্টি থেকে লড়ছেন হিটলার আলবা৷ তিন হাজার বাসিন্দার এই পৌরসভায় ২০১১ থেকে ২০১৪ মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি৷ সম্প্রতি পাশের জেলার বাসিন্দা লেনিন ভ্লাদিমির রদ্রিগেজ ভারভারদে তাঁকে চ্যালেঞ্জ করেন৷

নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের নামে নাম হলেও তিনি ওই মনোভাবের নন বলে জানান হিটলার আলবা৷

তিনি জানান, ইতিহাস জানার পর তিনি নাম পালটানোর চিন্তা করেছিলেন৷ কিন্তু হিটলার নামে সবাই তাঁকে চেনে বলে তা আর করেননি৷

এছাড়া তা করা হলে বাবা-মায়ের ইচ্ছার প্রতি অসম্মান দেখানো হতো বলেও মনে করেন তিনি৷

এএইচ/এসিবি (ডিপিএ, ইএফই)