‘পেডোফিলিয়া' একটি মানসিক রোগ | পাঠক ভাবনা | DW | 08.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘পেডোফিলিয়া' একটি মানসিক রোগ

পাঠক বন্ধু এসএম আনোয়ার কবির লিখেছেন, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো৷ সম্প্রতি ‘পেডোফিল – শিশুদের প্রতি যৌনাসক্ত বিকৃত সব মানুষ' প্রতিবেদনটি পড়লাম ডয়চে ভেলের পাতায়৷ সম্পূর্ণ অন্যরকম একটি প্রতিবেদন৷

এই প্রতিবেদন থেকে জানলাম ‘পেডোফিলিয়া' একটি মানসিক রোগ৷ এই রোগে আক্রান্ত ব্যক্তিরা, যাদের ‘পেডোফিল' বলা হয়, শিশুদের প্রতি যৌনাসক্ত৷

শিশুদের প্রতি যৌনাসক্ত সেসব ব্যক্তিদের বেশিরভাগেরই বয়স ৩৫ বছর, যাদের সন্তান রয়েছে৷ এমনকি চিকিৎসক, প্রকৌশলীও আছে এদের মধ্যে৷ এ কথা জেনে খারাপ লাগল৷ বিশ্বের অন্তত সাড়ে সাত লাখ শিশু এই ধরণের হয়রানির শিকার হচ্ছে প্রতি মুহূর্তে – এ সত্য জেনেও হতাশ হলাম৷

‘গ্রামীণ ব্যাংক বাঁচাতে হবে', ‘সাহিত্যে নোবেল জয়ীর চোখে ফুটবল', ‘মহাকাশ অভিযানে ভারত কী চীনের প্রতিদ্বন্দী হবে' ইত্যাদি প্রতিবেদনগুলো ভালো লেগেছে৷

ডয়চে ভেলের বাংলা বিভাগের ভক্তরা ছড়িয়ে আছেন বিশ্বের কমপক্ষে ৪৫টি দেশে৷ এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভক্তের উপস্থিতি বাংলাদেশে৷ বাকিরা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন৷ ফেসবুক পরিসংখ্যান জানাচ্ছে এই তথ্য৷ অনেক খুশি হলাম তথ্যগুলো জেনে৷

ছবিঘরে আর্ন্তজাতিক দাড়ি প্রতিযোগিতা-২০১৩ উপলক্ষ্যে বিচিত্র সব দাড়ি-গোঁফওয়ালা মানুষ দেখে খুব মজা পেলাম৷ অনেক ধন্যবাদ ডয়চে ভেলেকে সুন্দর এই আয়োজনের জন্য৷ সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ধাঁধার ফলাফলের জন্য অপেক্ষা করছি৷ আশা করছি শীঘ্রই ফলাফল জানতে পারব৷ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জোনাল কার্যালয়, সিরাজগঞ্জ থেকে এভাবেই লিখেছেন আনোয়ার কবির৷

- মতামত জানিয়ে ই-মেল করার জন্য ধন্যবাদ ভাই আনোয়ার কবির৷ খুব শীঘ্রই ধাঁধার ফলাফল জানানো হবে৷ অনিবার্য কারণে দেরি হচ্ছে বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন