1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ফের উত্তেজনা

৪ জুলাই ২০১১

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে শাসক কংগ্রেস ও বিরোধী দল টিডিপির ৭৩ জন বিধায়ক তাঁদের পদে ইস্তফা দিয়েছেন৷ আরো সাংসদ ও বিধায়ক গণ ইস্তফা দিতে চলেছেন৷ কেন্দ্রীয় সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি৷

https://p.dw.com/p/11ofq
Members of Parliament from Andhra Pradesh staging a dharna outside Parliament House in support of their demand for a separate Telengana state on the first day of the Budget session in New Delhi on Monday. Landtagsabgeordnete im indischen Bundesstaat Andhra Pradesh protestieren mit einem Sitzstreik für einen separaten Bundesstaat Telangana
পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে উত্তেজনাছবি: UNI

অন্ধ্রপ্রদেশকে ভাগ করে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবিতে ৭৩জন বিধায়ক ইস্ফা দেয়া সত্ত্বেও সরকার এবিষয়ে তাড়াহুড়ো করতে চায়না৷ কারণ পৃথক রাজ্য গঠনের বিষয়টি খুবই জটিল ও স্পর্শকাতর বলে কেন্দ্রীয় সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি৷ সর্বদলীয় বৈঠক ডাকা হবে৷ আরো আলোচনা হবে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে৷ সে পর্যন্ত রাজনৈতিক দলগুলিকে ধৈর্য রাখতে হবে৷ আজ এক সংবাদ সম্মেলনেএকথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম৷

পৃথক তেলেঙ্গনা রাজ্য গঠনের আশ্বাস কার্যকর করতে কেন্দ্রের গড়িমসিতে মরিয়া হয়ে তেলেঙ্গানা অঞ্চলের শাসক ও বিরোধী দলের সাংসদ ও বিধায়করা গণ ইস্তফা দেবার সিদ্ধান্ত নেন৷ তাতে শঙ্কিত হয়ে তাঁদের নিরস্ত করতে অন্ধ্রপ্রদেশের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবি আজাদ আরেক দফা আলোচনা না হওয়া অবধি তাঁদের ইস্তফা থেকে বিরত থাকার অনুরোধ করেন৷ মনে হচ্ছে তেলেঙ্গানার কংগ্রেস বিধায়ক ও সাংসদদের কিছুটা ঠান্ডা করা সম্ভব হয়েছে৷ তবে তেলেঙ্গানার রাজনীতিকরা মনে করেন তেলেঙ্গানার দাবি আদায়ে যদি ক্ষমতার লোভ তাঁরা ছাড়তে না পারেন তাহলে ভোটাররা তাঁদের ক্ষমা করবেনা৷

Indian Finance Minister P. Chidambaram, addresses a press conference in New Delhi, India, Wednesday, July 5, 2006. Chidambaram said Wednesday that India's government could look into making labor laws flexible and increasing public investment in infrastructure projects so to accelerate the annual growth of manufacturing to 12 percent. (AP Photo/Manish Swarup)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরমছবি: APImages

অন্ধ্রপ্রদেশ বিধানসভার ২৯৪জন বিধায়কের মধ্যে শাসকদল কংগ্রেসের ১৫০ এবং শরিক দল প্রজারাজ্য পার্টির ১৮জন নিয়ে কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা৷ কিন্তু তেলেঙ্গানার ৩৬জন বিধায়ক পদত্যাগ করলে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে৷ রাজ্যের কংগ্রেস সরকার পড়ে যাবে৷ ফলে রাষ্ট্রপতির শাসন এবং পরে নতুন নির্বাচন৷

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে লাগাতার অনশন, সহিংস ঘটনার পর ২০০৯এর ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানা রাজ্য গঠন প্রক্রিয়ার কথা ঘোষণা করেন৷ শ্রীকৃষ্ণ কমিশন এবিষয়ে ৬টি বিকল্প প্রস্তাব দেন৷ যেমন, বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, তেলেঙ্গানা অঞ্চলকে বেশি ক্ষমতা দেয়া কিংবা রাজধানী হায়দ্রাবাদসহ অন্ধ্রপ্রদেশের ১০টি জেলা নিয়ে আলাদা রাজ্য গঠন৷ প্রস্তাবগুলি এখনো সরকারের বিবেচনাধীন৷ কারণ পৃথক রাজ্য গঠনে রাজি হলে তার প্রতিক্রিয়া হবে অন্যত্র বিশেষ করে পশ্চিমবঙ্গের গোর্খাল্যান্ড আন্দোলনে৷

পৃথক তেলেঙ্গানার আন্দোলন শুরু হয় আজ থেকে ৫০ বছর আগে৷৬৯ সাল থেকে এ পর্য়ন্ত এই আন্দোলনে প্রাণ হারায় ৪০০শোরও বেশি লোক৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক