1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পূর্ণাঙ্গ বিরোধী দল থাকলে সংসদ প্রাণবন্ত হয়’ 

সমীর কুমার দে ঢাকা
২৬ জুন ২০১৯

বর্তমান সংসদের প্রথম দুই অধিবেশনে বিএনপি’র সাংসদরা যোগ দেননি৷ তারা যোগ দিলেই কি প্রাণবন্ত হবে সংসদ? সিনিয়রদের কাছ থেকে নতুন এমপিরা কী শিখছেন বা কতোটা সহযোগিতা পাচ্ছেন? 

https://p.dw.com/p/3Kq4k
Bangladesch Parlament | Gebäude
ছবি: picture alliance/Bildagentur-online/Tips Images

এসব বিষয় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন প্রথমবারের মতো সংসদে যোগ দেয়া জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা৷ 

ডয়চে ভেলে : এবারই তো প্রথম আপনি জাতীয় সংসদে এলেন, প্রথম সুযোগ পাওয়ার পর এই দুই অধিবেশনে কি নিয়মিত অংশ নিয়েছেন?
সুবর্ণা মুস্তাফা: হ্যাঁ, অংশ নিয়েছি৷ 

কেমন লাগছে?
এটা একেবারেই নতুন জায়গা৷ আমার নিজের যেটা সুবিধা আমি যে কোনো কাজই যখন করি, খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করি৷ নতুন কাজ যখন করি তখন সেটা শেখার চেষ্টা করি৷ আমি ছাত্রী খুব ভালো ছিলাম৷ যে কারণে দ্রুতই বুঝে উঠতে পারছি৷ এখানে এসে যেটা উপলব্ধি, আপনি যদি বৃহত্তরভাবে কিছু করতে চান তাহলে এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর নেই৷ 

‘দেশের সর্বোচ্চ অফিসে অফিস করি, গর্ববোধ করব না?’

সংসদ কি প্রাণবন্ত? আপনার কী মনে হয়? 
আমরা সবাই জানি, সংসদে পূর্ণাঙ্গ বিরোধী দল থাকলে তা আরো বেশি প্রাণবন্ত হবে৷ বিরোধী দলের কিছু মানুষ (সদস্য) ইতোমধ্যে যোগ দিয়েছেন৷ উনাদের অর্ন্তভূক্ত করে পূর্ণাঙ্গ সংসদ এখনো হয়নি৷ তারা বাজেট সেশনে অংশ নেবেন, তখন এটা আরো বেশি প্রাণবন্ত হবে৷ সংসদের সবাই সরকারি দলের হলে অনেক বিষয়ে তো তর্কবিতর্ক হয় না৷ বিরোধী দল যেটা আছে, জাতীয় পার্টি তারাও যথেষ্ট অংশ নেন৷ আমি আশা করব, এবার বিএনপি আগের মতো ওয়াকআউটের নাটক আর করবে না৷ 

বিরোধী দলের অভাব আপনি উপলব্ধি করেছেন কিনা?
প্রথম সেশন তো হয়েছে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে৷ আর দ্বিতীয় সেশন তো খুবই কম সময়ের জন্য৷ প্রি-বাজেট সেশন, মাত্র ৪/৫ দিনের জন্য৷ এখানে বিরোধী দলের যতটুকু করার তা তারা করেছে৷ 

সরকারি দলের সদস্যদের মধ্যে সংসদ নিয়ে উৎসাহ কেমন?
তারা তো বড় জয় নিয়েই সংসদে এসেছেন৷ তাদের তো উৎসাহ থাকবেই৷ কিছুদিন পর এটা নিয়ে হয়ত প্রশ্ন হতে পারে৷ 

সিনিয়র নেতারা কি নিয়মিত অংশ নেন?
সবচেয়ে সিনিয়র নেতা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই৷ তিনি দেশে থাকলেই সংসদে আসেন৷ একটি সেশনও মিস করেন না৷ আর তিনি থাকলে তো অন্য নেতারা আসেনই৷ 

তাদের কাছ থেকে আপনি নিশ্চয় শিখছেন? 
যেহেতু লেখাপড়া জানি, আমাদের কাছে বইপত্র পাঠানো হচ্ছে সেগুলো পড়ছি৷ আর সংসদ একটা ভিন্ন জায়গা৷ এখানে সবার কাছেই সবার যাওয়ার সুযোগ আছে৷ সিনিয়র নেতারা সব সময়ই থাকেন, কারো সহযোগিতা লাগলে তারা তো করেনই৷ পুরনো কেউ কিছু জানতে চাইলেও সেটা করেন৷ 

আপনি কি সংসদে কথা বলেছেন? 
আমি চাইলেই কথা বলতে পারি৷ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যে কেউ কথা বলতে পারেন৷ এটা তো এমন কিছু না৷ আমি সংসদে সুন্দর একটা স্পিচ দিয়েছি, যেটা নিয়ে মিডিয়ায় বেশ আলোচনাও হয়েছে৷ আর আমি তো জুনিয়র কেউ না, যে হঠাৎ করেই সেখানে গিয়ে বসে পড়েছি৷ 

এ সুযোগ আপনি কিভাবে সামনে কাজে লাগাতে চান?
সামনে সময় আসুক, তখন দেখা যাবে৷ আর নিয়মিত যে কাজটা করা দরকার সেটা তো করছিই৷ একজন সংসদ সদস্যের যে দায়িত্ব সেটা পালন করছি৷ সংসদ সদস্য হওয়াতে মানুষকে সাহায্য করার পরিধি বেড়েছে৷ 

এই সংসদের অংশ হয়ে আপনি কি গর্ব বোধ করেন কি না? 
অবশ্যই গর্ববোধ করি৷ আমি দেশের সর্বোচ্চ অফিসে অফিস করি, গর্ববোধ করব না? না করার কি আছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য