1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পূর্ণ সামরিক মর্যাদায় বিপিন রাওয়াতের শেষকৃত্য

১০ ডিসেম্বর ২০২১

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হলো। দিল্লি ক্যান্টনমেন্টের শ্মশানে।

https://p.dw.com/p/445V1
বিপিন রাওয়াতের মরদেহ বহন করে নিয়ে যাচ্ছেন সেনা অফিসাররা। ছবি: Prakash Singh/AFP/Getty Images

তোপধ্বনি হলো ১৭ বার। সেনা বাহিনীর ৮০০ জন সদস্য শেষ বিদায় জানালেন। তারপর দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানঘাটে বিপিন রাওয়াত ও মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। মূলত সেনা কর্মী ও অফিসারদের শেষকৃত্যের জন্যই ব্রার স্কোয়ার শ্মশানঘাট তৈরি হয়েছিল। 

বৃহস্পতিবার রাতে বিপিন রাওয়াত ও তার স্ত্রীর মরদেহ দিল্লি নিয়ে আসা হয়। পালাম বিমানঘাঁটিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল।

Indien | Trauerfeier für General Bipin Rawat
শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ছবি: Prakash Singh/AFP/Getty Images

তারপর দেহ নিয়ে আসা হয় ৩ কামরাজ মার্গের বাসভবনে।  শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি সহ অনেকে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান। বেলা দশটা থেকে দেড়টা পর্যন্ত শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।

এর কিছুক্ষণ পর শুরু হয় শেষ যাত্রা। যাত্রাপথের দুই পাশে মানুষ জড়ো হয়েছিলেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। তারা দেশাত্মবোধক স্লোগান দিচ্ছিলেন। অনেকে ফুল ছুঁড়ে দিচ্ছিলেন।

Indien | Trauerfeier für General Bipin Rawat
মোমবাতি জ্বেলে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ।ছবি: Diptendu Dutta/AFP/Getty Images

ফুল দিয়ে সাজানো ছিল একটি সামরিক যান। তার মধ্যে শায়িত বিপিন ও মধুলিকা রাওয়াতের দেহ। পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য হয়।

এসজি/জিএইচ(পিটিআই)